২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ৫ উইকেটে হারাল ভারত

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ধবলধোলাই করেছে ভারত - ছবি : সংগৃহীত

ওয়ানডেতে ওয়্স্টে ইন্ডিজের মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে ভারত।

শুক্রবার (২৭ ডিসেম্বর) তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় ভারত। ক্যারিবীয়দের ৩৮.৫ ওভারে ১৬২ রানে অলআউট করে দিয়ে ভারত ম্যাচটি জিতে নেয় ১৩০ বল হাতে রেখেই।

বড়োদরার কুটাম্বি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৯ রান করতেই ৩ উইকেট হারায় সফরকারীরা। রানের খাতা খুলতে পারেননি দু’ ওপেনার কুইনা জোসেফ ও হ্যালি ম্যাথিউজ। দিয়ান্দ্রা দোতিন থেমে যান ১২ বলে ৫ রান করে।

তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি করেন শেমাইনে ক্যাম্পবেলে ও চিনেলি হ্যানরি। ৬২ বলে ৪৬ রান করে আউট হন ক্যাম্পবেলে। হ্যানরি থামেন ৭২ বলে ৬১ রানে (৫ চার ও ৩ ছক্কা)। ৩৫ বলে ২১ রান করেন আইলিয়া অ্যালিনে। বাকিরা আসা-যাওয়ার মিছিলে যুক্ত হন। কেউ দু’ অংকের ঘরও ছুঁতে পারেননি।

বল হাতে ভারতের হয়ে ৩১ রানে ৬ উইকেট শিকার করেন দিপ্তি শর্মা। ব্যাট হাতে ব্লুজদের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের অপরাজিত ইনিংসও খেলেন তিনি। অর্থাৎ দিপ্তির অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই সহজ জয় পায় ভারত।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বার ফাইফার পূর্ণ করেন দিপ্তি। এতে এক দিনের ম্যাচে ভারতের নারী ক্রিকেটে সর্বোচ্চ ফাইফারের রেকর্ড করেন তিনি। দিপ্তির আগে সর্বোচ্চ দু’বার ওয়ানডেতে ফাইফার পূর্ণ করেছিলেন একতা বিশন্ত।

২২ বলে ৩২ রান করেন অধিনায়ক হারমানপ্রিত। ৪৫ বলে ২৯ রান করেন জেমিমা রদ্রিগেজ। দিপ্তির সাথে ১১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন রিচা ঘোষ।

দিপ্তির ৬ উইকেট বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বাকি ৪ উইকেট শিকার করেন রেনুকা সিং।

 


আরো সংবাদ



premium cement
গাজায় সচল শেষ হাসপাতালটিতে আগুন দিলো ইসরাইলি বাহিনী সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব

সকল