২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ্বিতীয় দিন শেষে মেলবোর্নে অজিদের দাপট

- ছবি : নয়া দিগন্ত

বক্সিং ডে টেস্টে দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় দিন শেষে এগিয়ে তারা। ব্যাট হাতে বিশাল সংগ্রহের পর বল হাতেও ভারতকে চেপে ধরেছে অজিরা। দেড় শ’ পেরোতেই তুলে নিয়েছে সফরকারীদের ৫ উইকেট। ভারত পিছিয়ে আছে ৩১০ রানে। প্রথম দিনে ৮৬ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান তুলে অস্ট্রেলিয়া।

শুক্রবার দ্বিতীয় এসে গুটিয়ে যাবার আগে ১২২.৪ ওভারে তুলে ৪৭৪ রান। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান তুলেছে ভারত।

প্যাট কামিন্স ও স্টিভেন স্মিথ মিলে শুরু করেন দ্বিতীয় দিন। এই দু’জনের ১১২ রানের জুটির ওপর ভর করেই বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। কামিন্স ৪৯ রানে আউট হলেও, স্মিথ তুলে নেন ক্যারিয়ারের ৩৪তম শতক। যা ভারতের বিপক্ষে তার ১১তম শতক।

আকাশ দীপের বলে আউট হবার আগে ১৯৭ বলে ১৪০ রান করেন স্মিথ। শেষ দিকে মিচেল স্টার্ক ১৫ এবং নাথান লায়ন ১৩ রান করলে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪৭৪ রান। ভারতের হয়ে ৪ উইকেট নেন বুমরাহ। ৩ উইকেট নেন জাদেযা।

জবাব দিতে নেমে রোহিত শর্মা (৩) ফেরেন শুরুতেই। লোকেশ রাহুলও পারেননি থিতু হতে, আউট হোন ২৪ রানে। তাতে ৫১ রানে ২ উইকেট হারায় ভারত। তবে এরপর বিরাট কোহলি ও যশস্বী জয়সাওয়াল মিলে যোগ করেন ১০২ রান।

দু’জনের দুর্দান্ত জুটি কত বড় হয়, যখন সেটি দেখার অপেক্ষায় ভারতীয় দর্শকরা। তখনি আচমকাই নামে ধস। প্রথমে রান আউট হয়ে ফেরেন জয়সাওয়াল, ফেরার আগে করেন ১১৮ বলে ৮২। পরই ফেরেন কোহলি, তিনি উইকেটের পেছনে ক্যাচ দেন ৮৬ বলে ৩৬ করে।

নাইটওয়াচম্যান হিসেবে আকাশদ্বীপ নামলেও সুবিধা করতে পারেননি, ১৩ বল খেলেও পাননি রানের দেখা। জাদেযা ৪ ও রিশাভ পান্ত অপরাজিত আছেন ৬ রানে। কামিন্স ও স্কট বোল্যান্ড নেন জোড়া উইকেট করে।


আরো সংবাদ



premium cement
গাজায় সচল শেষ হাসপাতালটিতে আগুন দিলো ইসরাইলি বাহিনী সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব

সকল