২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লিটনকে নিয়ে আশাবাদী সুজন, আছে আক্ষেপও

লিটনকে নিয়ে আশাবাদী সুজন, আছে আক্ষেপও - ছবি : সংগৃহীত

জাতীয় দলের যদিও অনেকটা নিয়মিত সদস্য লিটন কুমার দাস, তবুও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপের নাম তিনি। যে সম্ভাবনা নিয়ে উত্থান হয়েছিল তার, তার বিন্দু-বিসর্গই দিতে পেরেছেন লিটন। এর মাঝে এই সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার।

লিটনের খারাপ সময় চলছে অবশ্য বহু আগে থেকেই। ওয়ানডেতে সবশেষ দুই অংকের রান করেছিলেন গত বছর ১৭ ডিসেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সবশেষ ফিফটি পেয়েছেন ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে।

শেষ ৭ ম্যাচে ৩৯ বলে সর্ব সাকুল্যেই করেছেন ১১ রান। আর এই বছর পাঁচটি ওয়ানডে খেলে তিনটিতেই মেরেছেন ডাক। বাকি দুই ম্যাচের একটিতে ২ ও আরেকটিতে করেছেন ৪ রান। ফলাফল স্বরূপ ২০২৪ সালটা লিটন ভুলেই যেতে চাইবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজেও রান পাননি লিটন। একটা ডাকসহ ২৪ বলে করেন মাত্র ১৭। সহজ হিসেবে তিন সংস্করণ মিলিয়ে জাতীয় দলের হয়ে লিটন সর্বশেষ ১৯ ইনিংসে ফিফটি পাননি।

এদিকে নাকের ডগায় বিপিএল। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। ব্যস্ত লিটনের দল ঢাকা ক্যাপিটালসও। তবে লিটনের অফ ফর্ম সমর্থকদের কপালে ফেলছে চিন্তার ভাঁজ।

যদিও লিটনের ছন্দে ফেরা নিয়ে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটির কোচ খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘ওর সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর। সে একাই ম্যাচ জেতাতে পারে। ওর ভালো সময় এবার আমাদের সাথে হবে। মনে করি, ব্যাটিংয়ে সে আমাদের প্রধান শক্তি।’

তবে লিটনকে নিয়ে অন্য একটা কারণে মন খারাপ সুজনের। আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছর কাটিয়ে দেয়ার পরও ধারাবাহিক হতে না পারাকে ব্যর্থতা মানছেন তিনি।

সুজন বলেন, ‘মন খারাপ লাগে যে এই ক্রিকেটারটা রান করে না। কারণ লিটন রান করলে দেখতেও ভালো লাগে, দলের জন্য উপকার হয়। লিটনের যেখানে থাকার কথা ছিল, সেখানে হয়তো নেই। এটা সত্যি কথা।’

তিনি যোগ করেন, ‘এমন নয় যে লিটনের সোনালি সময় শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনো বাকি আছে। লিটন কঠোর পরিশ্রম করে। কোথায় ওর সমস্যা হচ্ছে, সেটা আমি বলতে পারব না। এই চাপ থেকে বের হওয়ার জন্য সে যথেষ্ট ভালো ক্রিকেটার। আমি শুধু বলবো, নিজের বেসিকে থাকো।’


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল