সাকিবকে বিপিএলে না পেয়ে হতাশ সুজন!
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। ছিলেন পুরো দেশের পোস্টারবয়৷ তবে সময়ের ব্যবধানে তিনি আজ নিজ দেশেই উপেক্ষিত, খুব করে চেয়েও পাননি শেষবার দেশের মাটিতে খেলার সুযোগ। এমনকি খেলা হচ্ছে না তার এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
নাকের ডগায় অপেক্ষা করছে বিপিএল। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। তবে সব কিছু থেকেও যেন কিছু একটা নেই, নেই চারবারের বিপিএল সেরা সাকিব আল হাসান।
এবারই প্রথমবারের মতো বিপিএলে থাকছেন না দেশের ইতিহাসের এই সেরা ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফট থেকে চট্টগ্রাম তাকে দলে টানলেও খেলা হচ্ছে না তার। যা বড় দুঃখ দিচ্ছে সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজনকে।
দেশের মাটিতে সাকিবের খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা হিসেবেই দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ক্যারিয়ারের শেষের দিয়ে এসে রাজনীতি করলেও সাকিবের আসল পরিচয় ক্রিকেটার বলে মনে করেন ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব নেয়া সুজন।
বৃহস্পতিবার এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সুজন বলেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য। সে রাজনীতি করেছে ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ক্রিকেটার হিসেবেই চেনে। পরে রাজনীতি করেছে, তবে কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।’
সুজন আরো বলেন, ‘ওরা আট মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেলল এটাই সব থেকে দুঃখজনক। দেশের সব থেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না, ওতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ। সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সে সবসময় সাপোর্ট করে সবাইকেই।’
এবারের বিপিএলে সাকিব আল চট্টগ্রামের হয়ে দল পেলেও খালেদ মাহমুদ সুজন আছেন ঢাকা ক্যাপিটালসের দায়িত্বে। দলটির প্রধান কোচ তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা