২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিজেদের সাম্রাজ্য ফিরে পেতে প্রস্তুত ঢাকা

নিজেদের সাম্রাজ্য ফিরে পেতে প্রস্তুত ঢাকা - ফাইল ছবি

একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) যেন একক আধিপত্য ছিল রাজধানীর দল ঢাকার। ফাইনালে এক পা রেখেই আসর শুরু করত দলটা। পরিসংখ্যানও তাই বলে। টুর্নামেন্ট ইতিহাসের প্রথম ছয় মৌসুমে পাঁচবারই ফাইনালে ছিল ঢাকা।

বিপিএল ইতিহাসে প্রথম দু’আসরেই টানা চ্যাম্পিয়ন হয় ঢাকা। তখন দলটার নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর ঢাকা ডায়নামাইটস নাম নিয়ে ফেরে রাজধানীর এই দল। ২০১৫ সালে প্লে-অফ থেকে ফিরতে হলেও ২০১৬ সালে ফের শিরোপা জয়ের স্বাদ পায় ঢাকা।

এরপর ২০১৭ ও ২০১৮ টানা দু’আসরেই খেলে ফাইনাল। তবে আর শিরোপা জেতা হয়নি। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ঢাকাকে। এরপর দূর্ভাগ্য আর তাদের পিছু ছাড়েনি রাজধানীর দলটার। দিনে দিনে মান কমেছে তাদের।

এমনকি রাজধানীর এই দলটার মালিকানা নিয়ে গত তিন আসর-জুড়ে চলছে দোটানা। এক আসরে দু’বার মালিকানা পরিবর্তনসহ বিসিবির তত্ত্বাবধানেও পরিচালিত হয়েছে ঢাকা।

তবে এবার বদল এসেছে সেই অচল অবস্থার। ঢাকার দায়িত্ব নিয়েছেন সিনেমা জগতের সুপারস্টার শাকিব খান। রাজধানীর এই দলটার মালিকানা নিয়ে সাজিয়েছেন নতুন করে। পুরনো ঐতিহ্য ফেরাতে কোনো ত্রুটিই রাখছেন না শাকিব।

বড় চমক নিয়েই এবারের বিপিএলে হাজির রাজধানীর এই দল। মোস্তাফিজুর রহমানকে আইকন ক্রিকেটার হিসেবে আগে-ভাগেই পকেটে ভরে ঢাকা। এরপর বিদেশী নির্বাচনেও দেখিয়েছে মুন্সিয়ানা। বড় বড় নাম নিশ্চিত করেছে প্লেয়ার ড্রাফট থেকেও।

দলে আছেন লিটন দাস, তানজিদ তামিমের মতো জাতীয় দলের নিয়মিত মুখ। শাহাদাত হোসেন দিপু, সাব্বির রহমান, মুনিম শাহরিয়াররাও খেলেছেন জাতীয় দলে। তরুণ হাবিবুর রহমান সোহান হতে পারেন বাজির ঘোড়া।

১১ বিদেশীর তালিকায় বড় নাম শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের স্টিফেন এসকিনাজি, পাকিস্তানের সাইম আইয়ুব। আরো নতুন কিছু ক্রিকেটারও আসতে পারেন এই তালিকায়।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড
লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দীপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহি, রহমতউল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান ও হাবিবুর রহমান।

বিদেশী : থিসারা পেরেরা, চতুরঙ্গা ডি সিলভা, জনসন চার্লস, স্টিফেন এসকিনাজি, জহুর খান, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানউল্লাহ সাফি, জন পিয়েরে কোটজে ও শুভাম সুভাস রঞ্জনা।


আরো সংবাদ



premium cement
ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত ইয়েমেনের হাউছি ও ইসরাইলের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির নিন্দা জাতিসঙ্ঘ মহাসচিবের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাকায় স্বাগত জানাবে লাখো জনতা গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর দুমড়ে-মুচড়ে আহত ৫

সকল