২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিপিএলের সর্বশেষ খবর

- ছবি : নয়া দিগন্ত

নাকের ডগায় অপেক্ষা করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। বিপিএলকে আরো আকর্ষণীয় করে তুলতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

এবারের বিপিএল দিয়ে অতীতের সব অভিজ্ঞতা বদলে দিতে চায় বিসিবি। তাই টুর্নামেন্ট শুরু আগেই একের পর এক চমক দিয়ে যাচ্ছে বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিগুলো। মাঠে ও মাঠের বাইরে এ আসরকে আরো উপভোগ্য তুলতে মরিয়া তারা।

সেই লক্ষ্যে এবার বিসিবি খুঁজে নিয়েছে ড্যানি মরিসন। বিখ্যাত এ ধারাভাষ্যকার এবার ধারাভাষ্য দেবেন বিপিএলে। আতহার আলি, শামিম চৌধুরী, অ্যাকারম্যানের সাথে দেখা যাবে নিউজিল্যান্ডের এ তারকা ধারাভাষ্যকারকে।

মাঠের খেলাকে টিভি পর্দায় আরো প্রাণবন্ত করে তুলতে ড্যানি মরিসনের জুড়ি নেই। তার নাটকীয় অঙ্গভঙ্গী ও কথা বলার ধরণ একেবারেই অন্যরকম। যে কারণে ক্রিকেট বিশ্বে তার রয়েছে আলাদা খ্যাতি।

এদিকে বিসিবির পাশাপাশি দলগুলোও চেষ্টা করছে বিপিএল রাঙিয়ে তুলতে। যেখানে সবচেয়ে বেশি পেশাদারিত্ব দেখাচ্ছে চট্টগ্রাম কিংস। ৯ আসর পর বিপিএলে ফেরা বন্দরনগরীর এ ফ্রাঞ্চাইজি গড়েছে শক্তিশালী দল।

এবার চট্টগ্রাম কিংস আগেভাগেই দেশে নিয়ে এসেছে নিজেদের কোচ শন টেইটকে। মঙ্গলবার বাংলাদেশে আসেন এই অজি তারকা। অবশ্য এর আগে প্লেয়ার্স ড্রাফটেও দেখা মেলে শন টেইটের।

শন টেইট বাংলাদেশে আসার দিনে প্রধান কোচ খুঁজে নিয়েছে দুর্বার রাজশাহী। নিজেদের প্রধান কোচ হিসেবে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ইজাজ আহমেদকে নিয়োগ দিয়েছে তারা। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।

প্রথমবার বিপিএলে কোনো দলের সাথে যুক্ত হতে যাচ্ছেন ইজাজ। এর আগে, তিনি পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলে ইমরান খানের নেতৃত্বে খেলেছেন। পাকিস্তানের জার্সিতে সব মিলিয়ে তিনি ৩১০টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন।

কোচিং ক্যারিয়ারে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইজাজ আহমেদ।


আরো সংবাদ



premium cement
সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে : পরিবেশ উপদেষ্টা জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান বাণিজ্য উপদেষ্টার ভারত থেকে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে নারী-শিশুসহ আটক ১৬ ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী’ টাকা কম পেলেও রহমতগঞ্জে এসে ভালোই হয়েছে : জীবন মধ্য প্রাচ্যের প্রতিপক্ষ খুঁজছে বাফুফে বিএসএফের ধরে নিয়ে যাওয়া ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে মারা গেছেন পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে গাড়িকাণ্ড : তিন নেতার সদস্যপদ ফিরিয়ে দিলো বিএনপি ‘অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে’ চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক

সকল