২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ

প্রকাশ পেল চ্যাম্পিয়নস ট্রফির সূচি - ছবি : সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তার পর হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করা হয়েছে। এতে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। দুবাইয়ে আসরের দ্বিতীয় দিনে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া ভারত-পাকিস্তানের শর্ত মেনে হাইব্রিড মডেলেই গড়াবে এ আসর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়।

১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আট দলের এ লড়াইয়ের। ৯ মার্চ হবে ফাইনাল। মোট ম্যাচ সংখ্যা ১৫টি। খেলা হবে মোট চারটা ভেন্যুতে। পাকিস্তানের তিনটি ভেন্যু রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচির সাথে খেলা হবে দুবাইয়ে।

৮ দলের এ টুর্নামেন্টেকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে। যেখানে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। টাইগারদের তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ‘বি’ গ্রুপের চার দল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

পুরো টুর্নামেন্টটি অবশ্য হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু দেশটির সাথে বৈরি সম্পর্কের কারণে সেখানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। এমতাবস্থায় একের পর এক বৈঠকের পর ভারতের ম্যাচগুলো নিরপক্ষে ভেন্যুতে আয়োজন করতে রাজি হয় পাকিস্তান।

দুবাইকে বেছে নেয়া হয়েছে নিরপেক্ষ ভেন্যু হিসেবে। যেখানে প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপ ‘এ' তে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

২৭ ফেব্রুয়ারি একই মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের সাথে খেলবে টাইগাররা। আর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

‘বি’ গ্রুপের খেলা শুরু ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ দিয়ে। পর দিন হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার খেলা ২৫ ফেব্রুয়ারি।।

প্রথম সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ দুবাইয়ে। পর দিন লাহোরের মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। দু’ ম্যাচের জন্যই রাখা আছে রিজার্ভ ডে। আর ৯ মার্চ হবে ফাইনাল। এ ম্যাচের জন্য ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে।

পূর্ণাঙ্গ সূচি

১৯ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, (করাচি)
২০ ফেব্রুয়ারি : ভারত বনাম বাংলাদেশ, (দুবা
২১ ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, (করাচি)
২২ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, (লাহোর)
২৩ ফেব্রুয়ারি : ভারত বনাম পাকিস্তান,(দুবাই)
২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, (রাওয়ালপিন্ডি)
২৫ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা, (রাওয়ালপিন্ডি)
২৬ ফেব্রুয়ারি : আফগানিস্তান -ইংল্যান্ড, (লাহোর)
২৭ ফেব্রুয়ারি : পাকিস্তান - বাংলাদেশ, (রাওয়ালপিন্ডি)
২৮ ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, (লাহোর)
১ মার্চ : দক্ষিণ আফ্রিকা -ইংল্যান্ড, (করাচি)
২ মার্চ: নিউজিল্যান্ড বনাম ভারত, (দুবাই)
৪ মার্চ : সেমি-ফাইনাল ১, (দুবাই)
৫ মার্চ : সেমি-ফাইনাল ২, (লাহোর)
৯ মার্চ : ফাইনাল, লাহোর (ভারত থাকলে দুবাই)
১০ মার্চ : রিজার্ভ ডে।


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল ইসলামি বিপ্লব মানে ক্ষমতা দখল নয় : নুরুল ইসলাম বুলবুল বন্দী চুক্তিতে ‘নতুন বাধা’ তৈরি করছে হামাস, অভিযোগ ইসরাইলের সমাজের অগ্রগতিতে আলেমদের ভূমিকা রাখতে হবে : কুবি ভিসি টেপ মোড়ানো বস্তুতে লাথি মারতেই বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচল প্রাণ এস আলম আন্তর্জাতিক সালিশে গেলে কী হতে পারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা : আ’লীগের ২ নেতা গ্রেফতার শ্রমিকদের সম্মান দিতে পারলে দেশের চেহারা বদলে যাবে : অধ্যাপক মজিবুর রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক গাজার পরিস্থিতি ‘অত্যন্ত ভয়াবহ’ : পোপ ফ্রান্সিস গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা জানালেন ট্রাম্প, পেলেন কড়া জবাব

সকল