তিন মাসের জন্য মাঠের বাইরে বেন স্টোকস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩, আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪
নিউজিল্যান্ড সফরে বাম হ্যাম্পস্ট্রিংয়ে চোট পেয়ে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। দলীয় ব্যবস্থাপনা এই তথ্য নিশ্চিত করেছে।
৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার ইতোমধ্যেই আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন।
নতুন এই চোটের কারণে জানুয়ারি মাসে স্টোকসকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে বলে বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আরো কিছু পরীক্ষার পর ইনজুরির পূর্নাঙ্গ মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
গত সপ্তাহে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন স্টোকস। যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি। ম্যাচে ইংল্যান্ড ৪২৩ রানের ব্যবধানে হারে। যদিও তিন ম্যাচের সিরিজ ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রসঙ্গে স্টোকস বলেছেন, ‘একটা বাধা পার হওয়া আছে- তাহলে শুরু করা যাক!!! আমার এখনো অনেক কিছু দেয়ার আছে, নিজের দল ও এই জার্সির জন্য আরো রক্ত, ঘাম ও অশ্রু ঝড়ানোর আছে। ঠিক এ কারণেই নিজের শরীরে ফিনিক্সের ছবি স্থায়ীভাবে এঁকেছি।’
এর আগে আগস্টে এই একই পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ ও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি স্টোকস।
আগামী বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে পরবর্তী টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর ভারতের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, যা জুনে শুরু হবে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা