২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

ঢাকা মেট্রোকে ফাইনালে ৫ উইকেটে হারায় রংপুর - ছবি : নয়া দিগন্ত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোকে আক্ষেপে পুড়িয়ে শিরোপা ঘরে তুলেছে আকবর আলির নেতৃত্বাধীন দল রংপুর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোকে ফাইনালে ৫ উইকেটে হারায় রংপুর।

শিরোপা জয়ের কাজ অনেকটাই এগিয়ে রেখেছিলেন আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলাম মুগ্ধরা। আগে ব্যাট করা ঢাকাকে গুটিয়ে দেন ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে। যা আসরে যেকোনো দলের সর্বনিম্ন সংগ্রহ।

ছোট এ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে খানিকটা চাপে পড়ে যায় রংপুর। দলটির প্রথম চার ব্যাটারের কেউই দু’ অংক ছুঁতে করতে পারেননি। ৪.৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট হারায় তারা।

২ রান করা ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ফেরান আলিস আল ইসলাম। দু’ বল পর অভিজ্ঞ ব্যাটার নাইম ইসলামও ফেরেন আলিসের শিকার হয়ে। রানের খাতাই খুলতে পারেননি তিনি।

টিকে থাকার আপ্রাণ চেষ্টা করেও ১৮ বলে ৯ রান করে আবু হায়দার রনির শিকার হন মোহাম্মদ রিজওয়ান। আর মাঠে নেমেই রান আউটের ফাঁদে পড়েন অধিনায়ক আকবর আলি (০)।

পাঁচে নামা আরিফুল হক দু’ অংকের ঘরে গেলেও তবে ইনিংসও বড় হয়নি। ব্যক্তিগত ১৪ রানে তিনি রাকিবুলের শিকার হন। ৪২ রানে পঞ্চম উইকেটের পতন হয়। বাকি পথটা সামলে নেন তানভীর হায়দার ও এনামুল হক। দু’জনে গড়েন ২৩ রানের জুটি।

তানভীর ৮ ও এনামুল ১৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মুকিদুল ইসলাম আর আলাউদ্দিন বাবুর তোপে মাত্র ১৬ রানেই ৫ উইকেট হারায় ঢাকা। এরপর ৬২ রানে গুটিয়ে যায় তারা। মাত্র ১২ রানে ৩ উইকেট নেন মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু।

প্রথম ওভারেই ইমরানুজ্জামানের উইকেট হারায় ঢাকা। মুগ্ধের শিকার হবার আগে ৪ রান করেন তিনি। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাঈম শেখকে (০)ফেরান আলাউদ্দিন বাবু। তবে ঢাকা বড় ধাক্কা খায় তৃতীয় ওভারে।

জোড়া আঘাত হানেন মুগ্ধ। টানা দু’ বলে আনিসুল ইসলাম (৩) এবং আমিনুল ইসলাম বিপ্লবকে (০) ফেরান তিনি। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। পঞ্চম ওভারে হয় পঞ্চম উইকেটের পতন। গাজী তাহযিবুল ইসলাম (২) বিদায় নেন।

ষষ্ঠ উইকেটে শামসুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতের জুটিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগালেও তা শেষ হয় মাত্র ১৭ রানে। ২৮ বলে ১৪ রান করে ফেরেন শামসুর, পরের ওভারে বিদায় নেন সৈকত। ১৫ বলে মাত্র ৬ রান করেন তিনি।

৩৮ রানে সপ্তম উইকেট হারানো ঢাকা পঞ্চাশ পেরোয় আবু হায়দার রনি-শহিদুল ইসলামের জুটিতে। ৯ বলে ১৩ রান করে রনি রান আউটে কাটা পড়েন। শহিদুল ১৬ বলে ৬ ও রাকিবুল হাসান ৯ বলে করেন ৩ রান।


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ

সকল