২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন শামি

ভারতীয় পেসার মোহাম্মদ শামি - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ দু’ টেস্টে আর খেলা হচ্ছে না ভারতীয় পেসার মোহাম্মদ শামির।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভারতের মেডিক্যাল টিম এ তথ্য নিশ্চিত করেছে।

তিন ম্যাচ পর সিরিজে ১-১-এ সমতা বিরাজ করছে। প্রথম তিন টেস্টেও খেলেননি শামি। কিন্তু বক্সিং ডে টেস্টে ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহর সাথে দলে যোগ দেবার কথা ছিল শামির।

ডান-হাতি এ পেসার সুস্থতার পথে রয়েছেন। ডান পায়ের অস্ত্রোপচার শেষে ঘরোয়া কিছু ম্যাচও খেলেছেন। কিন্তু বেশ কয়েক মাস যাবৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বোলিংয়ে অতিরিক্ত চাপের কারণে শামির বাম হাঁটুতে সামান্য ইনজুরি ধরা পড়েছে। তবে শিরগিরই তিনি সেটা কাটিয়ে উঠতে পারবেন।’

ভারতীয় সমর্থক ও সমালোচকরা আশা করেছিল এ সফরেই বুমরাহর সাথে যোগ দিতে পারবেন শামি। তার প্রজন্মে সামিকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়।

অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই বুমরাহ ম্যাচ-টার্নিং পারফরমেন্স দিয়ে সকলের নজর কেড়েছেন। কিন্তু সমালোচকদের মতে, শামির অনুপস্থিতিতে অপর প্রান্ত থেকে বুমরাহ খুব একটা সহযোগিতা পাচ্ছেন না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বর্তমান মেডিক্যাল পর্যবেক্ষণে বিসিসিআই-এর মেডিক্যাল টিম বাম হাঁটুতে কিছুটা সমস্যা দেখতে পেয়েছে। অতিরিক্ত কাজের চাপে এমনটা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। যে কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দু’ টেস্টের জন্য শামিকে আর বিবেচনা করা হয়নি।’

এর আগে, তৃতীয় টেস্টের পর ভারতীয় তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বীন হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন।

এদিকে, অস্ট্রেলিয়া দলে প্রথমবারের মতো ডাকা হয়েছে টিনএজ ওপেনার স্যাম কোনস্টাসকে। ১৯ বছর বয়সী এ ওপেনারের ৩৮ বছর বয়সী অভিজ্ঞ উসমান খাজার সাথে ইনিংসের শুরুতে নামার কথা রয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement