২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টানা তিন ম্যাচে ডাক, বিশ্বরেকর্ডের হাতছানি শফিকের সামনে

আব্দুল্লাহ শফিক - সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরটা ভুলেই যেতে চাইবেন আব্দুল্লাহ শফিক। প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তান দল ভালো করলেও তিনি যেন দাঁড়াতেই পারছেন না। টানা তিন ম্যাচে ‘ডাক’ মেরে গড়েছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ বলে ০, দ্বিতীয় ওয়ানডেতে ২ বলে ০ রানে ফেরার পর রোববার সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতেও রানের খাতা খুলতে পারেননি শফিক। গোল্ডেন ডাক মারেন তিনি।

পাকিস্তানের হয়ে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ইনিংসে শূন্য রানে আউটের বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

তবে শফিক প্রথম নয়, এর আগেও আরো পাঁচ পাকিস্তানির আছে এই লজ্জার রেকর্ড। ১৯৯৩ সালে শোয়েব মোহাম্মদ, ১৯৯৬ সালে শাদাব কাবির, ২০০০ সালে মোহাম্মদ ওয়াসিম, ২০০৪ সালে শোয়েব মালিক ও ২০১০ সালে সালমান বাট এই ঘটনার সম্মুখীন হন।

বাকিরা ‘তিন শূন্যতে’ থামলেও শফিকের রয়েছে এখনো ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ইনিংসে শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ডের শঙ্কা। আর মাত্র একটা ডাক মারলেই যৌথভাবে এই তিক্ত রেকর্ডের ভাগ নেবেন তিনি।

টানা চার ইনিংসে শূন্য রানে ফেরার রেকর্ডটি যৌথভাবে আছে ওয়েস্ট ইন্ডিজের গাস লগি, জিম্বাবুয়ের হেনরি ওলোঙ্গা, ইংল্যান্ডের ক্রেইগ হোয়াইট, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও প্রামোদ্যা উইক্রামাসিংহের।

অবশ্য আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে শফিক ছাড়িয়ে গেছেন পাকিস্তানের সবাইকে। এই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে মোট সাতবার শূন্য রানে আউট হলেন তিনি, পাকিস্তানের হয়ে এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ ডাক।


আরো সংবাদ



premium cement