২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বার্সার নাটকীয় হার, শীর্ষস্থান দখলে আথলেটিকোর

বার্সার নাটকীয় হার, শীর্ষস্থান দখলে আথলেটিকোর - সংগৃহীত

ঘরের মাঠে আথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বসলো বার্সেলোনা। ২০০৬ সাল থেকে যা ঘটলো প্রথমবার। টানা ১৮ ম্যাচ জয়হীন থাকার পর বার্সার মাঠে জয় উদযাপন করল মাদ্রিদের দলটা। একইসাথে তারা দখলে নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগার ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় আথলেটিকো মাদ্রিদ। যেখানে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ গোলে জয় পায় দিয়াগো সিমিওনের দল।

আসরে প্রথম ১২ ম্যাচের প্রথম ১১টিই জেতা দলটি তাদের পরের সাত ম্যাচের ছয়টিতেই হারাল পয়েন্ট। যেখানে এক জয়ের বিপরীতে হার চারটি ও ড্র দু’টি। এমনকি ঘরের মাঠে টানা তিন ম্যাচ হেরেছে কাতালানরা।

বিপরীতে আথলেটিকো মাদ্রিদ লিগে টানা সাত ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ জিতে বছর শেষ করল। বছর শেষ করল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে, কাতালান দলটির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থেকে!

অবশ্য ঘরের মাঠে প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখায় বার্সেলোনা। চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় বক্সের ভেতর রাফিনিয়ার শট আটকে দিলে। ২২তম মিনিটে ইনিগো মার্তিনেসের শট ঠেকান ইয়ান ওবলাক।

তবে আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখে ৩০তম মিনিটে জাল খুঁজে নেয় স্বাগতিকরা। গাভিকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন পেদ্রি। ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান এই স্প্যানিশ মিডফিল্ডার। এগিয়ে যায় বার্সা।

প্রথমার্ধ শেষ করে বার্সা ১-০ তে এগিয়ে থেকেই। বিপরীতে গোল তো দূর, আথলেটিকো গোটা প্রথমার্ধে গোলের জন্য একটি শটও নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পায় বার্সেলোনা। আলগা বল পেয়ে পেদ্রি বক্সে খুঁজে নেন ফের্মিনকে। তবে তার শট আটকে দেন ওবলাক। আর ৫৭ মিনিটে রাফিনিয়ার শট লাগে ক্রসবারে।

এদিকে হঠাৎ পাল্টা আক্রমণে ৬০ মিনিটে সমতা ফেরায় আথলেটিকো। গোলের দেখা পায় সফরকারীরা, হুলিয়ান আলভারেসের ভুল পাস দখলে নিয়ে গোল করেন দে পল। ম্যাচে ১-১ সমতা।

এরপর দু’দল বেশ কয়েকটি আক্রমণ সাজালেও ফল আসেনি। ৭৬তম মিনিটে লেভানডফস্কি দারুণ একটা সুযোগ হাতছাড়া করেন আর ৮৬তম মিনিটে রাফিনিয়ার শট ব্যর্থ করে দেন ওবলাক।

নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের শেষ মিনিটের খেলা চলছিল সমতা নিয়েই। ড্রয়ের পথে ম্যাচ। তখন আচমকাই বার্সেলোনার জালে বল পাঠান সরলথ। স্তব্ধ করে দেন স্বাগতিকদের। আথলেটিকো মাদ্রিদ জয় পায় ২-১ গোলে।


আরো সংবাদ



premium cement
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিনা খরচে ঠোঁটকাটাদের অপারেশন ক্যাম্প বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার : প্রেস উইং আ’লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়া হবে না : আখতার হোসেন সোনাগাজীতে ডাকাতদলের সর্দার গ্রেফতার আয়করের ভীতি : সঠিক তথ্য পেতে হিমশিম অর্থনৈতিক শুমারির মাঠকর্মীদের সাদুল্লাপুরে আ’লীগ নেতা গ্রেফতার হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক পুলিশ ভেরিফিকেশনে কী দেখা হয়? এটি বাতিলের সুপারিশ কতটা বাস্তবসম্মত চুয়াডাঙ্গায় মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তির ফল প্রকাশ

সকল