২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিপিএল ও এনসিএল নিয়ে যা জানালো বিসিবি

- ছবি : সংগৃহীত

শনিবার বিকেলে মিরপুরে এক জরুরি সভা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মূল ইস্যু হিসেবে ছিল বিপিএল। কথা হয়েছে চলমান এনসিএল নিয়েও। নির্ধারণ করা হয়েছে টুর্নামেন্টের প্রাইজমানি।

দরজায় কড়া নাড়ছে বিপিএলের উন্মাদনা। ৩০ ডিসেম্বর থেকেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে বোর্ড সভা ডাকে বিসিবি।

জানা গেছে, বিপিএল নাকের ডগায় থাকলেও এখন পর্যন্ত সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ব্যাংক জামানত পায়নি বিসিবি। ফলে সভা থেকে ব্যাংক জামানতের টাকা বাকি থাকায় কয়েক দফা বাড়িয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত দেয়া হয়েছে সময়।

এছাড়া কমানো হয়েছে ব্যাংক জামানতের অর্থের পরিমাণও। দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই নিয়ে ফারুক আহমেদ বলেন-

‘আমাদের দেশে এখন আর্থিক দিক থেকে কঠিন পরিস্থিতি চলছে। সেজন্য সময় বাড়াচ্ছি। আমরা চাই, আমাদের কাজ হয়ে যাক এবং দলগুলোর ওপরেও যেন বাড়তি চাপ না হয়। আমরা ব্যাংক জামানতের অঙ্কও কমিয়েছি আর্থিক পরিস্থিতির কারণেই।’

এদিকে বিপিএলের আগে বিসিবি আয়োজন করবে মিউজিক ফেস্ট। অংশ হিসেবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার হবে মিউজিক ফেস্ট। টুর্নামেন্টের অন্য দু’ভেন্যু চট্টগ্রাম আর সিলেটেও হবে কনসার্ট।

মিরপুরে সোমবারের কনসার্টে গান পরিবেশন করবেন রাহাত ফতেহ আলী খান। সেই কনসার্ট বাবদ রাহাত ফতেহ আলী বিসিবির কাছ থেকে নিচ্ছেন প্রায় তিন কোটি ৪০ লাখ টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় দুই লাখ ৮৬ হাজার ডলার। ইতোমধ্যে বোর্ড সভায় যার অনুমোদন হয়ে গেছে।

এদিকে দেখতে দেখতে শেষ দিকে এবারের এনসিএল আসর। বাকি আছে কেবল দু’ম্যাচ; দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। আগামী ২৪ ডিসেম্বর পর্দা নামছে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ঘরোয়া টুর্নামেন্টের। শেষ মুহূর্তের আগে নির্ধারণ করা হয়েছে এনসিএলের প্রাইজমানি।

জানা গেছে, চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ২০ লাখ টাকা। রানার আপ দল পাবে ১০ লাখ টাকা। আসরের সেরা ক্রিকেটার পুরস্কার হিসেবে পাবেন এক লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা করে।


আরো সংবাদ



premium cement
কারা নির্বাচনে আসবে, ওই সিদ্ধান্ত নেবে ইসি : বদিউল আলম মজুমদার বিশ্বব্যাংক এবং এডিবির ১.১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা অনুমোদন মিরসরাইয়ে ঐতিহ্যবাহী উদয়ন ক্লাবের সভাপতি ডিপটি-সম্পাদক আলমগীর ৩ সপ্তাহে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকার বেশি ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫ শ্রীপুরে বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ পানামা খাল নিয়ন্ত্রণে নেয়ার হুমকি ট্রাম্পের দৌলতদিয়ায় পন্টুনে ট্রাক আটকে ঘাট বন্ধ বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী নোয়াখালীতে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকোর ‘রোড টু এআই’ এবং পার্টনার মিট ২০২৪’ অনুষ্ঠিত

সকল