০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

ভারত না যাওয়ায় আরো ৩৮ কোটি রুপি পাচ্ছে পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি - ফাইল ছবি

তীব্র বিতর্কের পর হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্তের ফলে অর্থনৈতিকভাবে লাভ হয়েছে তাদের। ভারত ওই দেশে খেলতে না যাওয়ায় আরো ৩৮ কোটি রুপি পাচ্ছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালনা সংস্থা আইসিসি জানিয়েছে, ভারতের ম্যাচগুলো অন্য দেশে হবে। কোন দেশে হবে তা অবশ্য এখনো ঘোষণা করা হয়নি। তবে যে দেশেই হোক, সেখানে খেলা আয়োজনে খরচ হবে। যেহেতু পাকিস্তান আয়োজক দেশ, তাই সেই টাকা তাদেরই খরচ করতে হবে। ওই কারণে আইসিসির কাছে বাড়তি টাকা পাচ্ছে তারা।

এই কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। একটি ইউটিউব ভিডিওয় তিনি বলেন, 'পাকিস্তানের কোনো আর্থিক ক্ষতি হচ্ছে না। উল্টা এবার ওদের লাভ হচ্ছে। হাইব্রিড মডেলে রাজি হওয়ায় তাদের মুখরক্ষা হয়েছে। পাশাপাশি আইসিসি ওদের আরো ৩৮ কোটি রুপি দিচ্ছে ভারতের ম্যাচ আয়োজনের জন্য। তবে একটি ক্ষতি ওদের হবে। সেটা পর্যটনে। ভারত পাকিস্তানে খেলতে গেলে ভারত থেকে অনেক সমর্থকও যেতেন। ফলে ওদের পর্যটনে লাভ হত। সেটা হবে না।'

পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দেয়ার পরেই বেঁকে বসেছিল ভারত। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে খেলতে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। নিরপেক্ষ কোনো দেশে খেলা আয়োজনের আবেদন জানিয়েছিল তারা। পাকিস্তান প্রথমে এতে রাজি ছিল না। অনেক আলোচনার পরে অবশেষে তারা রাজি হয়। তবে তারা পাল্টা দাবি জানায় যে, ভারতে কোনো আইসিসি প্রতিযোগিতা হলে তারাও এ দেশে আসবে না। নিরপেক্ষ দেশে খেলবে। পাকিস্তানের সেই দাবিও মেনে নিয়েছে আইসিসি। আপাতত ২০২৭ সাল পর্যন্ত দু’দেশ দু’দেশের মাটিতে খেলতে যাবে না।

প্রথমে ঠিক ছিল, নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ম্যাচ খেলবে ভারত। কিন্তু পাকিস্তানের তাতে আপত্তি রয়েছে। তারা চাইছে, ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হোক। এই সমস্যায় এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।


আরো সংবাদ



premium cement