২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জিম্বাবুয়ের বিপক্ষে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয় আফগানিস্তানের

- ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টানা ষষ্ঠবারের মতো ওয়ানডে সিরিজ জিতলো আফগানিস্তান।

শনিবার (২১ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্পিনার এএম গাজানফারের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান আট উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর, দ্বিতীয়টিতে রেকর্ড ২৩২ রানে জিতেছিলো আফগানিস্তান। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতলো আফগানরা।

জিম্বাবুয়ের বিপক্ষে সাতটি সিরিজের মধ্যে ছয়টি জিতলো আফগানিস্তান। দু’দলের চার ম্যাচের প্রথম দ্বিপাক্ষীক সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছিলো।

হারারেতে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাট হাতে নেমে ২৪ রানে তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। এরমধ্যে জিম্বাবুয়ের দুই ওপেনারকে শিকার করেন গাজানফার।

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টায় চতুর্থ উইকেটে ৩৬ রান যোগ করেন সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা। ১৩ রান করা রাজাকে শিকার করে জুটি ভাঙেন স্পিনার রশিদ খান।

দলীয় ৬০ রানে রাজার আউটের পর জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারে ধস নামা রশিদ ও গাজানফার। এতে ৮৯ রানে অষ্টম উইকেট পতন হয় জিম্বাবুয়ের।

জিম্বাবুয়ের পেসার নিউম্যান ন্যামহুরিকে শিকার করে ১১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট নেন গাজানফার। গত মাসে শারজাহতে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ঐ ম্যাচে ২৬ রানে ছয় উইকেট নিয়েছিলেন গাজানফার।

দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে এক প্রান্ত আগলে হাফ-সেঞ্চুরি তুলে জিম্বাবুয়ের রান ১’শ পার করেন উইলিয়ামস। শেষ পর্যন্ত ৩০.১ ওভারে ১২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬১ বলে ৬০ রান করেন উইলিয়ামস।
আফগানিস্তানের গাজানফার ৩৩ রানে পাঁচটি ও রশিদ ৩৮ রানে তিনটি উইকেট নেন।

জবাবে ওপেনার সেদিকুল্লাহ আতালের হাফ-সেঞ্চুরিতে ১৩৯ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। চারটি চার ও দু’টি ছক্কায় ৫০ বলে ৫২ রান করেন আতাল। এছাড়া আব্দুল মালিক ২৯, অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি অপরাজিত ২০ ও রহমত শাহ অনবদ্য ১৭ রান করেন। ম্যাচ সেরা হন গাজানফার ও সিরিজ সেরা হন আতাল।

আগামী ২৬ ডিসেম্বর থেকে দু’ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ২০২১ সালে প্রথম দ্বিপাক্ষীক টেস্ট সিরিজ খেলেছিলো দু’দল। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত দু’ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিলো।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের হারের বৃত্তেই ম্যানসিটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস সি প্রতিরোধে ইইউ’র ১০ লাখ ইউরো বরাদ্দ গোলান মালভূমিতে শান্তিরক্ষার দায়িত্ব ৬ মাসের জন্য বাড়ালো জাতিসঙ্ঘ আইএসকে নির্মূল করার এখনই সময় : এরদোয়ান নির্বাচনী সময়ের বিষয়ে সরকারের ‘স্পষ্ট বক্তব্য’ চায় বিএনপির যুগপৎ সঙ্গীরাও রাবিতে ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনকে শাস্তি প্রকল্পের পুরো কাজ দেখতে ৯ জোনে তদারকি কমিটি সড়ক দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে : তথ্য উপদেষ্টা করাচি থেকে জাহাজে আগের চেয়ে বেশি পণ্য এলো আগামী বছর দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট : গোলাম পরওয়ার

সকল