শীর্ষ ৫ বোলারই বাংলাদেশের, সর্বোচ্চ উইকেট মাহেদির
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুক্রবার শেষ হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে উইকেট শিকারী তালিকায় শীর্ষ পাঁচ বোলারই বাংলাদেশের।
৩ ইনিংসে ১১ ওভারে ৪৬ রানে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন অফ-স্পিনার মাহেদি হাসান। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করায় সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। বল হাতে তার ইকোনমি ছিল ৪ দশমিক ১৮। প্রথম ম্যাচে ১৩ রানে ৪ উইকেট ও অপরাজিত ২৬ রান করায় ম্যাচ সেরা হয়েছিলেন মাহেদি।
দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এরপর ৬ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন স্পিনার রিশাদ হোসেন। ৪টি করে উইকেট শিকার করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন টি-টোয়েন্টির এক নম্বর বোলার স্পিনার আকিল হোসেন।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান উইকেট
মাহেদি হাসান (বাংলাদেশ) ৩ ৩ ৪৬ ৮
তাসকিন আহমেদ (বাংলাদেশ) ৩ ৩ ৭৪ ৭
রিশাদ হোসেন (বাংলাদেশ) ৩ ৩ ৬৫ ৬
হাসান মাহমুদ (বাংলাদেশ) ৩ ৩ ৫০ ৪
তানজিম হাসান সাকিব (বাংলাদেশ) ৩ ৩ ১০০ ৪
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা