গ্লোবাল লিগ থেকে শিক্ষা নিয়ে সিরিজ সেরা মেহেদী
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯
ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কাঙ্ক্ষিত সুযোগ মেলেনি শেখ মেহেদীর। গোটা আসরে ম্যাচ খেলেন মাত্র দুটি। সেই শেখ মেহেদীই কিনা এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার নায়ক হয়ে উঠলেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। আগেই সিরিজ জেতা লিটন বাহিনী আজ জয় তুলে নেয় ৮০ রানে। ২০১২ সালের পর ঘরের বাইরে এই প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল টাইগাররা।
ইতিহাস গড়া এই সিরিজ জয়ে সামনে থেকে ভূমিকা রাখেন শেখ মেহেদী হাসান। প্রথম ম্যাচে ১৩ রানে ৪ উইকেট নিয়ে হোন ম্যাচ সেরা। দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২ এবং আজ নেন ১৩ রানে ২ উইকেট। তিন ম্যাচে মোট ৮ উইকেট নিয়েছেন তিনি।
প্রতি ৫.৭৫ রান দেয়ার বিপরীতে একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী। গড়ে মাত্র ৪.১৮। তিনিই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ব্যাট হাতেও করেন গুরুত্বপূর্ণ ৩৭ রান। ফলে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।
অথচ এই সিরিজের আগে সময়টা খুব ভালো যাচ্ছিল না শেখ মেহেদীর। এই সিরিজের আগে টানা পাঁচ ম্যাচেই উইকেটশূন্য ছিলেন তিনি। এমতাবস্থায় গ্লোবাল লিগ তার জন্যে হয়ে উঠে আশীর্বাদ। যা বলেছেন মেহেদী নিজেই।
ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেহেদী এ প্রসঙ্গগুলো নিয়ে বলেন- ‘বিশ্বকাপের সময় দলে অনেক বিকল্প ও সমন্বয় ছিল। এর জন্য আমি খেলিনি। কিন্তু এবার যখন ওয়েস্ট ইন্ডিজে এলাম, গ্লোবাল টি-টোয়েন্টি সিরিজেই আমি আত্মবিশ্বাসী ছিলাম।’
‘গ্লোবাল লিগে এই সিরিজের জন্য ভালো অভিজ্ঞতা হয়েছে। এ ধরনের উইকেটে বোলিং করতে উপভোগ করি, বিশ্বকাপের সময়েও দেখেছি এই উইকেটে বল নিচু হয়, টার্ন করে। তাই এই সিরিজের আগে উইকেট সোজা বোলিং করার পরিকল্পনা করেছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা