২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেস্ট ও ওয়ানডে থেকে আত্মবিশ্বাস পেয়েছে দল : লিটন

- ছবি : বাসস

সফরে টেস্টে ড্র করলেও, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ওয়ানডের হতাশাজনক পারফরমেন্সে ভেঙে পড়েনি টাইগাররা। উল্টা টেস্ট ও ওয়ানডের পারফরমেন্স থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করার আত্মবিশ্বাস পেয়েছে বলে জানান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

২০১ রানের হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টেই ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। ১০১ রানের বড় জয়ে সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ।

টেস্ট সিরিজের পর ওয়ানডেতে আরো ভালো করার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু ওয়ানডেতে তিন ম্যাচেই হেরে যায় টাইগাররা। ওয়ানডেতে বাজেভাবে হারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৯৪ ও শেষ ম্যাচে ৩২১ রানের সংগ্রহ পেয়েছিল সফরকারীরা।

ওয়ানডে সিরিজে বাজেভাবে না হারার কারণে আত্মবিশ্বাসে কোন ছেদ পড়েনি বাংলাদেশের। তাই টেস্টের পাশাপাশি ওয়ানডে সিরিজ থেকে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস পেয়েছিল টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এমনটাই বললেন বাংলাদেশ অধিনায়ক লিটন।

শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আপনি লক্ষ্য করলে দেখবেন আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো খেলেছি। যদিও দুর্ভাগ্যবশত জিততে পারিনি, তারপরও আমরা ভালো ক্রিকেট খেলেছি। যেটা সংক্ষিপ্ত ভার্সনের এই সিরিজে ভালো খেলার আত্মবিশ্বাস যুগিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি সবসময় ছেলেদের চাপ না নিয়ে বরং এবং খেলা উপভোগ করতে বলি। কারণ আমরা জানি আমাদের খুব ভালো বোলিং আক্রমণ এবং ব্যাটিং আছে। আমরা জানি, আমরা যদি ভালো স্কোর করতে পারি তাহলে যেকোনো রান ডিফেন্ড করতে পারবো।’

গত অক্টোবরে বাংলাদেশের কোচের দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টিতে সাফল্য পেয়েছে টাইগাররা।

সিমন্সকে নিয়ে লিটন বলেন, ‘তিনি (ফিল সিমন্স) কখনো কোন চাপ দেয় না। আমরা নির্ভার হয়ে ক্রিকেট খেলি। আমি আমাদের সিদ্ধান্ত এবং সবকিছু ব্যাখ্যা করেছি। শুধু তিনিই নন, সকল কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সবাই খুবই ভালো। আমাদের জন্য ভালো হবে এমন সব কিছুই তারা করে থাকে।’

৪১ বলে ৭২ রানের অনবদ্য ইনিংসে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন জাকের আলি। ম্যাচ শেষে জাকের বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে, এটি আমার জন্য খুবই চমৎকার একটি সিরিজ। আগের দুই ম্যাচের চেয়ে আজকের উইকেট ভালো ছিল। আমি ক্রিজে টিকে থাকার চেষ্টা করি। আমি জানি, ক্রিজে বেশিক্ষণ থাকতে পারলে আমি রান পাবো।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ব্যাট হাতে ৩৭ রানের পাশাপাশি বল হাতে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মাহেদি হাসান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকলেও, কম্বিনেশনের কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল ক্রিকেটে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন মাহেদি। ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। তাই বিশ্বকাপ ও গ্লোবাল টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লেগেছে বলে জানান মাহেদি।

মাহেদি বলেন, ‘কয়েকদিন আগেই সেখানে গ্লোবাল ক্রিকেটে খেলেছি। ওই অভিজ্ঞতা এই সিরিজে কাজে লেগেছে। আমি এই ধরনের বোলিং উইকেট উপভোগ করি। কারণ বিশ্বকাপের সময় দেখেছি, এই উইকেট টার্ন করে, বল নিচু হয়ে যায়। উইকেট টু উইকেট বল করার ব্যপারে আমরা এই সিরিজের আগেই পরিকল্পনা করছিলাম। এই ধরনের উইকেটে একুরেসিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নাইজেরিয়ায় উৎসবে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৫ শুল্ক এড়াতে ইইউকে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস কিনতে হবে : ট্রাম্প ধর্ম ও মাকে নিয়ে যা বললেন হামজা চৌধুরী জনপ্রশাসন দলীয়করণ ও সংস্কারের যৌক্তিকতা হামজা চৌধুরী যেভাবে ইংল্যান্ড থেকে বাংলাদেশের হলেন নির্বাচনের রোডম্যাপ দিয়েও যন্ত্রণা একাত্তর থেকে চব্বিশ : সেনাবাহিনীর ভূমিকা পূর্বাচলে গাড়িচাপা দিয়ে বুয়েটছাত্রকে হত্যা : গ্রেফতার ৩ জনের ডোপ টেস্ট হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক মুন্সীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় ২ তরুণ গ্রেফতার ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে পদার্পণ করেছে : সেলিম উদ্দিন

সকল