ক্যারিবীয়দের চেপে ধরেছে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০, আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১
পাওয়ার প্লেতেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরে বাংলাদেশ। টপ অর্ডারে ভাঙন ধরিয়ে তুলে নেয় ৩ উইকেট। পরের ওভারেই পায় আরো জোড়া উইকেটের দেখা। এখন ওয়েস্ট ইন্ডিজের রান ৭ ওভারে ৪৬/৫।
সেন্ট ভিনসেন্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৯ রান তুলে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ভালো নেই স্বাগতিকেরা।
প্রথম আঘাত আনেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের মাত্র দ্বিতীয় বলেই এনে দেন প্রথম উপলক্ষ। ব্রেন্ডন কিং ফেরেন রানের খাতা খোলার আগেই এলবিডব্লু হয়ে। দ্বিতীয় উইকেট পেতেও অবশ্য অপেক্ষা করতে হয়নি, দ্রুত উপলক্ষ এনে দেন শেখ মেহেদী।
জাস্টিন গ্রিভসকে ৬ রানেই থামান মেহেদী। এরপর অবশ্য নিকোলাস পুরান ও জনসন চার্লস মিলে হাল ধরার চেষ্টা করেন। তবে এই জুটিও ভাঙেন শেখ মেহেদী। পুরান আউট হোন ১০ বলে ১৫ রানে। ৪৫ রানে তৃতীয় উইকেটের পতন হয়।
মাত্র ১ রান যোগ হতেই আরো জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম ওভারে প্রথমে রোস্টন চেজকে (০) ফেরান হাসান মাহমুদ। পরের বলেই রান আউট হয়ে ফেরেন চার্লস। ১৮ বলে মাত্র ২৩ রানে শেষ হয় তার ইনিংস।
জোড়া নিয়েছেন শেখ মেহেদী। একটা করে নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
এদিকে আগে ব্যাট করে নিজেদের ইনিংসে ৭ উইকেটে ১৮৯ রান তুলে বাংলাদেশ। যা তাড়া করে জয় পেতে ক্যারিবীয়দের শেষ ১৩ ওভারে প্রয়োজন ১৪৪ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা