ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫, আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯
ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন, তবে তৃপ্ত হননি জাকের আলি। প্রথম দুই টি-টোয়েন্টিতে থিতু হয়েও পারেননি ইনিংস বড় করতে। তবে এবার আর ভুল করলেন না, জাকের উপহার দিলেন ক্যারিয়ার সেরা ইনিংস। তাতে বাংলাদেশও পেলো বড় পুঁজি।
সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৯ রান তুলে টাইগাররা। জাকের আলি করেন ৪১ বলে ৭২* রান।
এইদিনও যথারীতি ব্যর্থ লিটন দাস। প্রথম দুই ম্যাচে ০ ও ৩ রানের ফেরার পর আজ আউট হোন ১৩ বলে ১৪ করে। তবে জ্বলে উঠেন হঠাৎ সুযোগ পাওয়া পারভেজ ইমন। সৌম্য সরকারের চোটে সুযোগ পেয়ে করেন ২১ বলে ৩৯ রান।
পাওয়ার প্লের শেষ বলে ইমন আউট হলেও ৫৪ রান আসে স্কোরবোর্ডে। তবে তানজিদ তামিম (৯) ফেরেন দ্রুত। তখনই মাঠে আসেন জাকের আলি। প্রথমে মেহেদী মিরাজের সাথে গড়েন ৩৭ রানের জুটি। মিরাজ ২৩ বলে ২৯ রানে আউট হোন।
এরপরই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। চেজের বল স্কয়ার লেগে ঠেলে দুই রানের জন্য দৌড়ান জাকের। তবে প্রথম রান নেয়ার পর জাকেরকে ফিরিয়ে দেন শামীম। এদিকে
ততক্ষণে জাকের চলে এসেছিলেন ব্যাটিং প্রান্তে। শামীম দাঁড়িয়েই থাকেন জায়গায়।
ফলে জাকের রান আউট হয়েছেন ভেবে ফিরে যান ড্রেসিং রুমে। তবে নাটকীয়তার তখনও বাকি৷ টিভি রিপ্লেতে দেখা যায় প্রথম রানের সময় শামীমের ব্যাট প্লেস করেনি ক্রিজে। ফলে রান আউট সিদ্ধান্ত বদলে যায়। জাকের নয়, ফিরে যেতে হয় শামীমকে (২)।
আগের ম্যাচের নায়ককে হারিয়ে যখন চিন্তায় বাংলাদেশ, তখন শেখ মেহেদীও (০) ফেরেন রান আউট হয়ে। তাতে মুহূর্তে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫ ওভার শেষে ৬ উইকেটে ১১৪ রান। এমতাবস্থায় একাই দায়িত্ব কাধে তুলে নেন জাকের।
প্রথমে তানজিম সাকিবের সাথে সপ্তম উইকেটে যোগ করেন মাত্র ২৭ বলে ৫০ রান। তানজিম আউট হোন ১২ বলে ১৭ করে। ততক্ষণে টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন জাকের। তবে তাতেও তৃপ্তি আসেনি, শেষ ওভারেও ঝড় তুলেন তিনি।
শেষ ওভারে আলজারি জোসেফকে তিন ছক্কা হাঁকিয়ে তুলে নেন ২৫ রান। তাতেই বাংলাদেশ পৌঁছায় ১৮৯ রানে। জাকের জাকের ৬টি ছক্কা ও ৩টি চারে ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। জোড়া উইকেট নেন রোমারিও শেফার্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা