২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুর্দান্তভাবে সিরিজ জিতল পাকিস্তান

দুর্দান্তভাবে সিরিজ জিতল পাকিস্তান - ছবি : সংগৃহীত

বিদেশের মাটিতে ওডিআইতে দুরন্ত পারফরমেন্স অব্যাহত রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। শুনতে কিছুটা অবাক লাগলেও যে দল ছোট ছোট দলের বিরুদ্ধেও হেরে যায় অনেক সময়, সেই পাকিস্তানই কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অজিদের ওডিআই সিরিজে হারিয়ে দিয়েছিল, নজরকাড়া বোলিং করেছিলেন হরিস রাউফ। এবার তারা সিরিজ জিতলে প্রোটিয়াদের ডেরায়, তাদেরকেই হারালেন। বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তান জিতেছে ৮১ রানে। ফলে তিন ম্যাচ ওডিআই সিরিজে ২-০-এ এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল। আগামী রোববার হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

বৃহস্পতিবার কেপ টাউনের মাঠে প্রথমে ব্যাট করতে আসে পাকিস্তান, তাদেরকে প্রথমে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। আর এসেই ওপেনার আবদুল্লাহ শাফিকের উইকেট হারায় তারা। কিন্তু এরপরই মাঠে নেমে খেলা ধরেন প্রাক্তন অধিনায়ক বাবর আজম, তিনি ৯৫ বলে করেন ৭৩ রান। ২৫ রানে আইয়ুব সাজঘরে ফিরতেই এবার নামে দলের অধিনায়ক তথা উইকেটরক্ষক ব্যাটার মোহম্মদ রিজওয়ান।

৮২ বলে ৮০ রানের ইনিংস খেলেন মোহম্মদ রিজওয়ানের। পাকিস্তানের অধিনায়ক এবং প্রাক্তন অধিনায়কের মধ্যে ১১৫ রানের পার্টনারশিপ হয়, আর তাতেই কার্যত পাকিস্তান দল বড় রানের লক্ষ্যে অনেকটা এগিয়ে যায়। এরপরই নামে নেমে কেরামতি দেখান টেস্টে বাবর আজমের পরিবর্তে ইংল্যান্ড সিরিজে সুযোগ পাওয়া কামরান গোলাম, তিনি করেন ৩২ বলে ৬৩ রান, পাকিস্তানের রান পৌঁছায় ৩২৯ রানে। অবশ্য তারা অলআউট হয়ে যায়।

৩৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটারদের থেকে যে ধৈর্য এবং প্রত্যয়ী ভূমিকা আশা করেছিলেন প্রোটিয়া কোচ তা দিতে ব্যর্থ হন বাভুমারা। ওপেনার হিসেবে নেমে অধিনায়ক টেম্বা আউট হন ১২ রানে। টনি জর্জি করেন ৩৪ রান, দুসেন করেন ২৩, মার্করাম করেন ২১ রান। ৭৪ বে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলে একাই লড়ে যান প্রোটিয়াদের মিডল অর্ডার ব্যাটার এনরিখ ক্লাসেন। মারেন ৮টি চার, চারটি ছয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। মিলার করেন ২৯। শেষ পর্যন্ত ২৪৮ রানে অলআউট হয়ে যায় দ. আফ্রিকা দল।

বল হাতে পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ নজর কাড়েন। ৮ ওভারে ৪৭ রান দিয়ে চার উইকেট তুলে নেন আফ্রিদি। নাসিম শাহ ৮ ওভারে দেন ৩৭ রান, নেন তিনটি উইকেট। আবরার আহমেদ নেন ২ উইকেট। যদিও ৩২ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে ম্যাচের সেরা নির্বাচিত হন পাকিস্তানের ব্যাটার কামরান গোলাম।


আরো সংবাদ



premium cement
ফ্রান্সে গণধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড ডমিনিক পেলিকটের লাশ উদ্ধার করতে গিয়ে নিজেও শহিদ হলেন সুমন মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা আরএসএস প্রধানের পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে শীত, বিপাকে হতদরিদ্ররা উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট অত্যাধুনিক কম্পিউটার চিপে চীন ও রাশিয়ার প্রবেশাধিকার ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ‘অপর্যাপ্ত’ বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন অধ্যাপক ইউনূস চৌগাছায় জনপ্রিয় হয়ে উঠছে পলিথিনে ঢাকা বীজতলা

সকল