২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আফগানিস্তানের ইতিহাস গড়া জয়

আফগানিস্তানের ইতিহাস গড়া জয় - ছবি : সংগৃহীত

ইতিহাস গড়া জয় পেল আফগানিস্তান। পেয়েছে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় জয়ও। বৃহস্পতিবার সাদিকুল্লাহ আতালের দুর্দান্ত শতকে জিম্বাবুয়েকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে রশিদ খানরা। জয়ের ব্যবধান ২৩২ রান।

হারারেতে চলছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ ভণ্ডুল হয়ে যায়। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। যেখানে রেকর্ড রানের জয় নিয়ে সিরিজে ১-০-এ এগিয়ে গেল আফগানরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সাদিকুল্লাহ আতালের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ১৭ ওভার ৫ বলে ৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বল হাতে নিতেই হয়নি রশিদ খান, মোহাম্মদ নাবিদের।

আফগান দুই ওপেনারই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেন। উদ্বোধনী জুটিতে ১৯১ রান করেন সাদিকুল্লাহ ও আব্দুল মালিক। ৩৫তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৮৪ রানে মালিক আউট হলে ভাঙে এই জুটি।

তবে সেঞ্চুরি পূর্ণ করেই আউট হন সাদিক। করেন ১২৮ বলে ১০৪ রান। আজমতউল্লাহ ওমরজাই, রহমত শাহরা ব্যাট হাতে ব্যর্থ হলেও শেষদিকে মোহাম্মদ নবির সাথে ৪৭ রানের জুটি গড়েন হাশমতউল্লাহ শহিদি।

৩০ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন শহিদি। ১৮ রান করেন নাবি। অতিরিক্ত থেকে ৪০ রান দেয় জিম্বাবুয়ে, যেখানে ওয়াইডই ২৪টি। নিয়ামহুরি ৩ ও ওয়েসলে গান্ডু নেন জোড়া উইকেট।

জবাব দিতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু করে স্বাগতিকরা। ১১ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। গুটিয়ে যায় ৫৪ রানেই। যা ওয়ানডেতে ঘরের মাঠে জিম্বাবুয়ের দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ সর্বনিম্ন স্কোর।

তাদের ইনিংসে দুই অংকের ঘরে যেতে পেরেছেন কেবল শন উইলিয়ামস ১৬ ও সিকান্দার রাজা করেন ১৯ রান। বাকিদের রান সংখ্যা যেন ফোন নম্বর। তিনটি করে শিকার ধরেন গাজানফার ও নাভিদ জাদরান। জোড়া উইকেট নেন ওমরজাই ও ফারুকি।


আরো সংবাদ



premium cement
ফ্রান্সে গণধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড ডমিনিক পেলিকটের লাশ উদ্ধার করতে গিয়ে নিজেও শহিদ হলেন সুমন মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা আরএসএস প্রধানের পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে শীত, বিপাকে হতদরিদ্ররা উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট অত্যাধুনিক কম্পিউটার চিপে চীন ও রাশিয়ার প্রবেশাধিকার ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ‘অপর্যাপ্ত’ বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন অধ্যাপক ইউনূস চৌগাছায় জনপ্রিয় হয়ে উঠছে পলিথিনে ঢাকা বীজতলা

সকল