২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আফগানিস্তানের ইতিহাস গড়া জয়

আফগানিস্তানের ইতিহাস গড়া জয় - ছবি : সংগৃহীত

ইতিহাস গড়া জয় পেল আফগানিস্তান। পেয়েছে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় জয়ও। বৃহস্পতিবার সাদিকুল্লাহ আতালের দুর্দান্ত শতকে জিম্বাবুয়েকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে রশিদ খানরা। জয়ের ব্যবধান ২৩২ রান।

হারারেতে চলছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ ভণ্ডুল হয়ে যায়। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। যেখানে রেকর্ড রানের জয় নিয়ে সিরিজে ১-০-এ এগিয়ে গেল আফগানরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সাদিকুল্লাহ আতালের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ১৭ ওভার ৫ বলে ৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বল হাতে নিতেই হয়নি রশিদ খান, মোহাম্মদ নাবিদের।

আফগান দুই ওপেনারই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেন। উদ্বোধনী জুটিতে ১৯১ রান করেন সাদিকুল্লাহ ও আব্দুল মালিক। ৩৫তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৮৪ রানে মালিক আউট হলে ভাঙে এই জুটি।

তবে সেঞ্চুরি পূর্ণ করেই আউট হন সাদিক। করেন ১২৮ বলে ১০৪ রান। আজমতউল্লাহ ওমরজাই, রহমত শাহরা ব্যাট হাতে ব্যর্থ হলেও শেষদিকে মোহাম্মদ নবির সাথে ৪৭ রানের জুটি গড়েন হাশমতউল্লাহ শহিদি।

৩০ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন শহিদি। ১৮ রান করেন নাবি। অতিরিক্ত থেকে ৪০ রান দেয় জিম্বাবুয়ে, যেখানে ওয়াইডই ২৪টি। নিয়ামহুরি ৩ ও ওয়েসলে গান্ডু নেন জোড়া উইকেট।

জবাব দিতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু করে স্বাগতিকরা। ১১ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। গুটিয়ে যায় ৫৪ রানেই। যা ওয়ানডেতে ঘরের মাঠে জিম্বাবুয়ের দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ সর্বনিম্ন স্কোর।

তাদের ইনিংসে দুই অংকের ঘরে যেতে পেরেছেন কেবল শন উইলিয়ামস ১৬ ও সিকান্দার রাজা করেন ১৯ রান। বাকিদের রান সংখ্যা যেন ফোন নম্বর। তিনটি করে শিকার ধরেন গাজানফার ও নাভিদ জাদরান। জোড়া উইকেট নেন ওমরজাই ও ফারুকি।


আরো সংবাদ



premium cement
ধর্ম ও মাকে নিয়ে যা বললেন হামজা চৌধুরী জনপ্রশাসন দলীয়করণ ও সংস্কারের যৌক্তিকতা হামজা চৌধুরী যেভাবে ইংল্যান্ড থেকে বাংলাদেশের হলেন নির্বাচনের রোডম্যাপ দিয়েও যন্ত্রণা একাত্তর থেকে চব্বিশ : সেনাবাহিনীর ভূমিকা পূর্বাচলে গাড়িচাপা দিয়ে বুয়েটছাত্রকে হত্যা : গ্রেফতার ৩ জনের ডোপ টেস্ট হাসান আরিফের মৃত্যুতে ইউনূসের শোক মুন্সীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় ২ তরুণ গ্রেফতার ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে পদার্পণ করেছে : সেলিম উদ্দিন ইজতেমা মাঠের কাছাকাছি বাড়িতে আগুন দেয়ার ভিডিও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার সা’দ অনুসারীদের মুখপাত্র মোয়াজকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

সকল