ইতিহাস গড়তে ভোরে মাঠে নামছে বাংলাদেশ
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৬
রাত পোহালে মাঠে নামছে বাংলাদেশ। অনেকটা নিশ্চিন্ত ও নির্ভার হয়ে মাঠে নামবে তারা। আগেই সিরিজ নিশ্চিত করা টাইগাররা এখন কেবল শেষটা রাঙাতে চায়। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ধবলধোলাই করতে চায় ক্যারিবীয়দের।
শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় ভোর ৬টায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা।
টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টিতে তার বদলা নেয়ার মোক্ষম সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য থেকে টাইগাররা আর মাত্র এক পা দূরে।
তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে প্রথম দু’ ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচটা জিততে পারলেই প্রতিশোধ পূর্ণ হবে। সেইসাথে ফুরোবে দীর্ঘ এক যুগের অপেক্ষা।
বাংলাদেশ এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করতে পেরেছে মোটে দু’বার। যার একটা গত বছরে, ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। অন্যটা, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে, তাদের মাটিতেই।
ফলে শুক্রবার সেন্ট ভিনসেন্টে ক্যারিবীয়দের হারাতে পারলে এক যুগের বেশি সময় পর ঘরের বাইরে টি-টোয়েন্টিতে কোনো দলকে ৩-০ তে ধবলধোলাই করবে বাংলাদেশ। নিশ্চয়ই এমন ঘটনা ঘটাতে চেষ্টার কমতি রাখবে না টাইগাররা।
তাছাড়া, ২০২৪ সালে এটাই টাইগারদের শেষ ম্যাচ। ফলে জয় দিয়ে শেষটা রাঙানোর সুযোগও সামনে দাঁড়িয়ে। যা হাতছাড়া করতে চায় না দল। এমনটাই দাবি বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের।
তিনি বলেন, ‘হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই।’
এ স্বপ্নপূরণে বাংলাদেশ দলের বড় বাধা ব্যাটিং। প্রথম দু’ ম্যাচে জিতলেও বড় আক্ষেপ ছিল ব্যাটিং নিয়ে। প্রথম ম্যাচে ১৪৭ ও দ্বিতীয় ম্যাচে স্কোরবোর্ডে যোগ করে মাত্র ১২৯ রান। শেষ ম্যাচে নিশ্চয়ই এ অবস্থা থেকে বেরিয়ে এসে ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন ব্যাটাররা।
তবে এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না ছন্দে থাকা সৌম্য সরকারকে। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন তিনি। এরপর হাতে সেলাই দিতে হয়। ফলে তার খেলা হচ্ছে না। তার বদলে শেষ ম্যাচে তাই দেখা যেতে পারে পারভেজ ইমনকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশে রয়েছেন লিটন দাস, পারভেজ ইমন, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, শেখ মেহেদী, জাকের আলি, শামিম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম সাকিব ও রিশাদ হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা