পূরণ হলো ভারত-পাকিস্তানের চাওয়া, হাইব্রিড মডেলই শেষ ভরসা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:৪৩

শেষ পর্যন্ত পূরণ হয়েছে ভারত-পাকিস্তানের চাওয়া। এবারের চ্যাম্পিয়নস ট্রফি হবে হাইব্রিড মডেলেই। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপক্ষে ভেন্যুতে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর একের পর এক বৈঠকের পর এসেছে এ সমাধান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ক্রিকইনফো প্রথমে বিষয়টি প্রকাশ করে। পরে আইসিসিও তাদের ওয়েবসাইটে নিশ্চিত করছে এ তথ্য।
২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত কোনো টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে, তেমনি ভারতে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। অর্থাৎ ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় পুরুষদের চ্যাম্পিয়নস ট্রফি, একই বছর ভারতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রযোজ্য হবে এ চুক্তি।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন কিছু নয়। দু’দেশের সম্পর্ক বরাবর উত্তপ্ত। তাদের সেই রাজনৈতিক দ্বৈরথের প্রভাব পড়েছে ক্রিকেটেও। দ্বিপক্ষীয় সিরিজে দু’ দলের মুখ দেখাদেখি বন্ধ অনেক দিন ধরেই।
যদিও পাকিস্তান বরাবরই আহ্বান করে আসছে খেলা থেকে রাজনীতিকে আলাদা রাখতে। তবে তাদের সেই প্রস্তাবে রাজি নয় ভারত। এমনকি পাকিস্তান মাঝে দু’বার ভারতে গেলেও ভারত পাকিস্তানের মাঠে শেষ খেলেছিল ২০০৮ সালে।
এমনকি সর্বশেষ এশিয়া কাপেও ভারতকে নিজেদের মাঠে নিতে পারেনি আয়োজক পাকিস্তান। ভারতের চাপে আসর গড়ায় হাইব্রিড মডেলে। যেখানে পাকিস্তানে মাত্র চারটি ম্যাচ হয়, বাকি নয়টি ম্যাচ গড়ায় শ্রীলঙ্কায়।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক মারপ্যাঁচের এ প্রভাব পড়েছে চ্যাম্পিয়নস ট্রফিতেও। আয়োজন স্বত্ব পেলেও পাকিস্তানকে চেয়ে থাকতে হয় ভারতের দিকে। আর ভারত পাকিস্তানে যেতে অনীহা দেখানোয় ঝুলে যায় এ আসরের ভাগ্য।
অবশেষে বৈঠকের পর বৈঠক করে, ভারত ও পাকিস্তান উভয় দলের মন রক্ষা করে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে যাচ্ছে আইসিসি। যদিও এখনো প্রকাশ পায়নি টুর্নামেন্টের সূচি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা