র্যাঙ্কিংয়ে শেখ মেহেদী-হাসান মাহমুদের বড় লাফ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩
ওয়ানডে সিরিজে ব্যাটাররা তুলনামূলক ভালো করলেও সুবিধা করতে পারেননি বোলাররা। সুবাদে বড় পুঁজি নিয়েও হারতে হয়েছে মিরাজ বাহিনীকে। তবে টি-টোয়েন্টিতে বোলাররাই দিচ্ছেন নেতৃত্ব। দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন তারা।
তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাই এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে সিরিজ। দারুণ ছন্দে আছেন শেখ মেহেদী-হাসান মাহমুদরা। সিরিজ জয়ের পর তাই আইসিসির পক্ষ থেকে সুখবর পেয়েছেন তারা। র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে এখন পর্যন্ত সেরা পারফর্মার শেখ মেহেদী। দুই ম্যাচে ৮ ওভার বল করে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন এই স্পিনার। সুবাদে নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়েও পড়েছে এর প্রভাব।
১৮ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ২৩ নম্বরে অবস্থান করছেন তিনি। বড় লাফ দিয়েছেন পেসান হাসান মাহমুদও। ৩৮ ধাপ এগিয়ে ৮৫ নম্বর থেকে উঠে এসে ৪৭ নম্বরে অবস্থান করছেন তিনি।
তাসকিন আহমেদও এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। ২১ নম্বর থেকে তিন ধাপ এগিয়ে ১৮ নম্বরে অবস্থান করছেন টাইগার পেসার।
তবে বড় লাফটা দিয়েছেন আকিল হোসেন। ক্যারিবীয় এই স্পিনার পয়াজিত দলে থাকলেও ব্যক্তিগত সাফল্য ঠিকই আদায় করে নিয়েছেন। প্রথম দু'ম্যাচে ৩ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন তিনি, এগিয়েছেন তিন ধাপ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা