১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিজ জয়ে বাংলাদেশের সব মানুষ খুশি : লিটন

লিটন কুমার দাস - ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ রানে জয়ের পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ রানে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ সব মানুষ অনেক খুশি বলে জানালেন দলের অধিনায়ক লিটন কুমার দাস।

সেন্ট ভিনসেন্টে টস হেরে এবারো প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও, ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। আট নম্বরে নামা শামীম হোসেনের ১৭ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় টাইগাররা। ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে সফরকারীরা। প্রথম ম্যাচে ১৩ বলে ২৭ রান করেছিলেন শামীম।

ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৩০ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে অসাধারণ বোলিং পারফরমেন্স করে বাংলাদেশের বোলাররা। বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থ ও সময়মতো উইকেট শিকার, বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। এতে ৯ বল বাকি থাকতে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

মেহেদি হাসান মিরাজবাদে অন্য পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। ১৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার পেসার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই ক্যারিয়ার সেরা বোলিং তার।

নিজের প্রথম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াই করার সাহস যুগিয়েছিলেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটারকে আউট করে টাইগারদের জয় রচিত করেন তাসকিন।
তাসকিন ছাড়া মাহেদি হাসান-তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে এবং হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন।

দলের এমন পারফরমেন্সে খুশি বাংলাদেশ অধিনায়ক লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম।’

শামীমের ইনিংসের প্রশংসা করে লিটন বলেন, ‘আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।’

১২৯ রানের পুঁজি নিয়েও জয় পাওয়া পেছনে বাংলাদেশ দলের বোলারদের অবদান সবচেয়ে বেশি। তাই বোলারদের প্রশংসা করতে ভুল করেননি লিটন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখনই আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই সময়।’

লিটনের মতো খুশি ম্যাচ সেরা শামীম। তিনি বলেন, ‘আমি খুব খুশি। অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। দলে আমার ভূমিকা হচ্ছে ফিনিশার হিসেবে এবং আমাকে বল হিট করতে হবে। গত কয়েক মাস আমি অনেক পরিশ্রম করেছি।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
আসাদের পতনের পর দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম বিমান উড়লো ক্যানসারের টিকা তৈরি করেছে রাশিয়া, হবে বিনামূল্যে বিতরণ সোনাগাজীতে বায়ু বিদ্যুতের যন্ত্রাংশ লুটের ঘটনায় গ্রেফতার ৩ বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব গন্তব্য : বাণিজ্য উপদেষ্টা ৩১ দফার মাধ্যমে সব অন্যায়ের জবাব দিতে চাই : তারেক রহমান সরকার প্রবাসীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে : আসিফ নজরুল তিন সংস্করণেই ক্যারিবীয়দের কোচ হচ্ছেন সামি ‘অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা গুরুত্বপূর্ণ এই অবস্থানে থাকবে’ ইসরাইল নতুন শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব : হামাস প্রতিরোধ শেষ হয়ে যায়নি, ইসরাইলের শেকড় উপড়ে পড়বে : আয়াতুল্লাহ খামেনি রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

সকল