১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিজ জয়ে বাংলাদেশের সব মানুষ খুশি : লিটন

লিটন কুমার দাস - ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ রানে জয়ের পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ রানে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ সব মানুষ অনেক খুশি বলে জানালেন দলের অধিনায়ক লিটন কুমার দাস।

সেন্ট ভিনসেন্টে টস হেরে এবারো প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও, ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। আট নম্বরে নামা শামীম হোসেনের ১৭ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় টাইগাররা। ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে সফরকারীরা। প্রথম ম্যাচে ১৩ বলে ২৭ রান করেছিলেন শামীম।

ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৩০ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে অসাধারণ বোলিং পারফরমেন্স করে বাংলাদেশের বোলাররা। বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থ ও সময়মতো উইকেট শিকার, বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। এতে ৯ বল বাকি থাকতে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

মেহেদি হাসান মিরাজবাদে অন্য পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। ১৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার পেসার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই ক্যারিয়ার সেরা বোলিং তার।

নিজের প্রথম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াই করার সাহস যুগিয়েছিলেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটারকে আউট করে টাইগারদের জয় রচিত করেন তাসকিন।
তাসকিন ছাড়া মাহেদি হাসান-তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে এবং হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন।

দলের এমন পারফরমেন্সে খুশি বাংলাদেশ অধিনায়ক লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম।’

শামীমের ইনিংসের প্রশংসা করে লিটন বলেন, ‘আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।’

১২৯ রানের পুঁজি নিয়েও জয় পাওয়া পেছনে বাংলাদেশ দলের বোলারদের অবদান সবচেয়ে বেশি। তাই বোলারদের প্রশংসা করতে ভুল করেননি লিটন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখনই আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই সময়।’

লিটনের মতো খুশি ম্যাচ সেরা শামীম। তিনি বলেন, ‘আমি খুব খুশি। অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। দলে আমার ভূমিকা হচ্ছে ফিনিশার হিসেবে এবং আমাকে বল হিট করতে হবে। গত কয়েক মাস আমি অনেক পরিশ্রম করেছি।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের গুপ্তহত্যার ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ টঙ্গীর ময়দানে সাদপন্থীদের হামলায় ৪ শূরাপন্থী নিহত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৪ চকরিয়ায় ইটভাটার মিক্সার মেশিনে আটকা পড়ে ২ শ্রমিকের মৃত্যু ইজতেমায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৪০ শিশু চিকিৎসকদের পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত আবারো বর্ষসেরা গোলরক্ষক হলেন বিশ্বজয়ী এমি মার্টিনেজ এলসি সংক্রান্ত সব বকেয়া এক মাসের মধ্যে পরিশোধ করা হবে : গভর্নর পাকিস্তান-বাংলাদেশ সখ্য নিয়ে ভারতে উদ্বেগ, ভীত ভারতীয় গোয়েন্দারা তাবলীগ জামাতের সাথীদের ওপর হামলায় জামায়াতের উদ্বেগ রাজস্ব আয় বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে : নৌ উপদেষ্টা

সকল