চোটে পড়ে ছিটকে গেলেন সৌম্য, সুযোগ পেতে পারেন পারভেজ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:০৩
এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
আজ বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিংসটাউনে ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
তবে সিরিজ জয়ের দিনেও বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দুঃসংবাদ এসেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে। ইনজুরিতে পড়েছেন সৌম্য সরকার। ফিল্ডিংয়ের সময় তর্জনী কেটে গেছে তার। সেলাই লেগেছে পাঁচটি।
সিরিজের শেষ ম্যাচে সৌম্যর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। আঙুলের ইনজুরির কারণে কমপক্ষে তিন সপ্তাহ সৌম্যকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানান তিনি।
বায়েজিদুল ইসলাম বলেন, ‘মাঠে ফিল্ডিং করার সময় সৌম্যর ডান হাতের তর্জনী আঙুল কেটে গেছে, যার জন্য পাঁচটি সেলাই দিতে হয়েছে। ম্যাচের পরে একটি এক্স-রে করা হয়, যেখানে পার্শ্ববর্তী স্থানে হাড়ের স্থানচ্যুতিও ধরা পড়ে। তার সেরে উঠতে প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।’
ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটায় তাকে পাচ্ছে না বাংলাদেশ। ছন্দে থাকা এই ব্যাটারের বদলে সুযোগ পেতে যাচ্ছেন পারভেজ ইমন। তরুণ এই ব্যাটারের জন্য ম্যাচটা হতে পারে নিজেকে চেনানোর বড় সুযোগ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা