১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৬ষ্ট উইকেটের পতন, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

৬ষ্ট উইকেটের পতন, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

সেন্ট ভিনসেণ্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ফেলেছে ৪২ রান করেই। তাদেরকে বাকি ৬৬ বলে করতে হবে আরো ৮৮ রান।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও মেহেদী হাসান মিরাজ জাকের আলির ছোট্ট ক্যামিওর সাথে শেষ দিকে শামিম পাটোয়ারী ঝড়ো ব্যাটিংয়ে মাঝারি পুঁজি পায় বাংলাদেশ।

বুধবার ভোরে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লিটন দাসের দল। তবে ব্যাট করতে এসে বিপাকে টাইগাররা।

আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ রানে উদ্বোধনী জুটি ভেঙে ফেরেন লিটন। আরো একবার ব্যর্থ এই ব্যাটার ফেরেন ১০ বলে ৩ রানে, আকিল হোসেনের বলে।

পরের ওভারে ফেরেন তানজিদ তামিম। ওয়ানডে সিরিজে দারুণ ব্যাট করা এই তরুণ টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারছেন না। ৪ বলে ২ রানে আউট হোন তিনি। মাত্র ১১ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতেই দুই উইকেট হারানোর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন সৌম্য সরকার ও মেহেদী মিরাজ। তবে এবার বাধা দুর্ভাগ্যের রান আউট। মেহেদী মিরাজের আহবানে সাড়া দিতে গিয়ে ৮.৪ ওভারে ফেরেন দারুণ ছন্দে থাকা সৌম্য (১১)।

মেহেদী মিরাজ তার প্রায়শ্চিত্ত তো দূর, নিজের ইনিংসটাও এরপর আর বড় করতে পারেননি৷ পরের ওভারেই আউট হোন বাংলাদেশ অধিনায়ক৷ ফেরেন ২৬ বলে ২৬ রানে। আর ১১তম ওভারে রিশাদ ফেরেন ৫ রানে।

১১ ওভারে মাত্র ৫২ রানে ৫ উইকেট হারানোর পর দলকে টানার চেষ্টা করেন জাকের আলি (৯*) ও শেখ মেহেদী (৫*)। এরপর নামে বৃষ্টি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবার খেলা শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে ইনিংসের তৃতীয় ওভার শেষে সেন্ট ভিনসেন্টে হানা দিয়েছিল বৃষ্টি। পিচ কাভারে ঢাকলেও ২-৩ মিনিটের মাঝেই আবারো শুরু হয় খেলা।


আরো সংবাদ



premium cement
চাঁপাইনবাবঞ্জে ছুরিকাঘাতে ২ কিশোর নিহত গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষানবিশ আইনজীবী নিহত ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের সাধারণ সভা অনুষ্ঠিত ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানালেন হাসনাত আবদুল্লাহ গলাচিপায় ২৬টি কচ্ছপসহ নারী আটক ব্রিসবেনে বৃষ্টি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ড্র ভারতের আমি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি : মাইকেল চাকমা ইজতেমা ময়দানের পাশে সংঘর্ষ চলছে পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্বের প্রয়োজন : মো: নূরুল ইসলাম বুলবুল চোটে পড়ে ছিটকে গেলেন সৌম্য, সুযোগ পেতে পারেন পারভেজ স্পেনে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার যুবক নিহত

সকল