উইলিয়ামসনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৮
কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের ১৫৬ রানের সুবাদে ইংল্যান্ডকে জয়ের জন্য ৬৫৮ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। জবাবে দিন শেষে ১৮ রান তুলতে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে আরো ৬৪০ রান করতে হবে ইংলিশদের।
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ৩৪০ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে পাওয়া ২০৪ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ১৩৬ রান করেছিল কিউইরা। উইলিয়ামসন ৫০ ও রাচিন রবীন্দ্র ২ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন উইলিয়ামসন ও রবীন্দ্র। এই জুটিতে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন। ১৩ ইনিংস পর শতকের দেখা পেলেন তিনি।
উইলিয়ামসনের সেঞ্চুরির পর বিদায় নেন রবীন্দ্র। ৪টি চার ও ১টি ছক্কায় ৮০ বলে ৪৪ রান করেন তিনি।
পঞ্চম উইকেটে ড্যারিল মিচেলের সাথে ৯২ রানের জুটি গড়ে স্পিনার শোয়েব বশিরের শিকার হন উইলিয়ামসন। ২০টি চার ও ১টি ছক্কায় ২০৪ বলে ১৫৬ রান করেন তিনি।
দলীয় ৩২৭ রানে উইলিয়ামসন ফেরার পর মিচেলের ৬০, টম ব্লান্ডেলের অপরাজিত ৪৪ ও মিচেল স্যান্টারের ৪৯ রানের উপর ভর করে ৪৫৩ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ১০ বলে ২৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫ বলে ২ রান করেন টিম সাউদি। জ্যাকব বেথেল ৩টি, বেন স্টোকস ও বশির ২টি করে উইকেট নেন।
৬৫৮ রানের জবাবে খেলতে নেমে দ্রুতই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। বেন ডাকেটকে ৫ রানে ম্যাট হেনরি এবং জ্যাক ক্রলিকে ৪ রানে আউট করেন টিম সাউদি। ১৮ রানে ২ উইকেট পতনের পর বেথেল (৯) ও জো রুট (০) দিনের খেলা শেষ করেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা