১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রিসবেনেও ব্যাটিং বিপর্যয়, ৪ উইকেট হারিয়ে চাপে ভারত

ব্রিসবেনেও ব্যাটিং বিপর্যয়, ৪ উইকেট হারিয়ে চাপে ভারত -

এবার অ্যাডিলেডের পর ব্রিসবেনেও শুরুটা ভালো হলো না ভারতের। ব্যাটিং বিপর্যয়ে ডুবেছে ভারত। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিনে চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ভারত দেখা পান ৪৮ রানের। ইতোমধ্যে মাঠ ছেড়েছেন যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। এখন মাঠে ব্যাট হাতে লড়ছেন কে এল রাহুল। ৫২ বল খেলে ৩০ রান তুলে নিয়েছেন তিনি। তার সাথে যোগ দিয়েছেন রোহিত শর্মা।

রোহিত মাঠে নামার পর আবারো বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টিই যেন শেষে ভরসা ইন্ডিয়ার। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের বোলিংয়ের কাছে ধরাশয়ী ভারতীয় ব্যাটাররা। এখনো ১৪.১ ওভার খেলা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ বলই উইকেট বা অফস্ট্যাম্প বরাবর করেছে অজি বোলাররা। অজিদের পতানো বোলিং কলে আটকে গেছেন বিরাট কোহলি, ঋষভ পন্থ।

এর আগে পারথে দ্বিতীয় ইনিংসে শতরান করলেও, অ্যাডিলেডে পুরো ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়েসওয়াল। এবার ব্রিসবেনেও মাঠে নেমে রান পেলেন না তিনি। প্রথম বলে চার দিয়ে দারুণভাবে শুরু করলেও স্টার্কের দ্বিতীয় বলেই মার্শের হাতে ধরা পড়েন বাঁ হাতি এই ওপেনার।

স্টার্কের পাতানো ফাঁদে পা দিয়ে আউট হন শুভমন গিল (১)। দুর্দান্ত ক্যাচ নেন মার্শ। ইনিংস শুরুর মাত্র ৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে হতাশায় ডুবে ভারত। আবারো ব্যাটিং বিপর্যয় ঘিরে ধরল কোহলিকে। হ্যাজেলউড অফস্ট্যাম্পের বাইরে বল দিলেই ব্যাটের খোঁচা লাগান কোহলি। শেষ পাঁচ ইনিংসের মধ্যে চারবার একইভাবে আউট হয়েছেন হয়েছেন তিনি।

গাব্বার গতি এবং বাউন্সের সাথে তাল মেলাতে বিশেষ ট্রেনিং করেছিলেন বিরাট তাতেও কাজ হলো না। প্রথমার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়েছে ভারত। বৃষ্টি থামায় কয়েক মিনিটের জন্য খেলা শুরু হয়। বৃষ্টির কবলে আবারো বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ৯ রানে নিজের উইকেট হারান পন্থ। এমন বিপর্যয়ের মুখে উইকেট হারালেও মাঠে টিকে আছেন কে এল রাহুল।

এর আগে দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৪০৫। মাঠে ছিলেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। তৃতীয় দিনের শুরুতে অজিরা বেশি রান যোগ করতে পারেনি স্কোরবোর্ডে। মাত্র ৪০ রানে শেষ ৩ উইকেট হারায় অজিরা। এতে ৪৪৫ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়। দিনের শুরুতে বোলিং অ্যাটাকে স্টার্ককে তুলে নেন বুমরা। বল হাতে ছয় উইকেট তুলে নেন ভারতীয় এই তারকা। ছন্দে থাকা অস্ট্রেলিয়া উইকেটকিপার ব্যাটারকেও মাঠ থেকে ফেরান আকাশ দীপ। এর মধ্যে ৮৮ বলে ৭০ রান করে আউট হন ক্যারি। ১১৭.১ ওভারে শেষ হয় অজিদের ইনিংস।

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement