১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকেরা

- ছবি - ইন্টারনেট

ব্রিসবেন টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপট। মুষলধার বর্ষণে খেলা হয়নি বেশিভাগ সময়। ৯০ ওভারের বদলে বল গড়িয়েছে মোটে ৮০টি। যেখানে দ্বিতীয় ও তৃতীয় সেশনে মাঠেই নামতে পারেনি দুই দল।

বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে আজ শনিবার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ভারত। গ্যাবায় দিনের শুরু থেকেই আকাশ ছিল মেঘলা। তবে বৃষ্টি ছিল না বলে নির্ধারিত সময়েই শুরু হয় খেলা।

পিচের সুবিধা কাজে লাগাতে টসে জিতে বোলিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রথমদিনে সেই সুযোগ আর পেলেন না, বৃষ্টির বাধায় প্রথম দিনে খেলার সমাপ্তি টানতে হয় মাত্র ১৩.২ ওভারে।

এই সময়ে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপদের কোনো সুযোগ দেননি উসমান খাজা ও নাথান ম্যাকসুইনি। ফলে বিনা উইকেটে ২৮ রান তুলে অজিরা। খাজা ৪৭ বলে ১৯ এবং ম্যাকসুইনি অপরাজিত আছেন ৪ রানে।

এদিকে ১৫ ওভারের কম খেলা হওয়ায় দর্শকদের টিকিটের মূল্য ফেরতের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে ৩০ হাজার ১৪৫ জন দর্শককে টিকিটের মূল্য ফেরত দেবেন বলে জানিয়েছে তারা।

বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড। অবশ্য তাতে তেমন লোকসান হচ্ছে না অজি ক্রিকেট বোর্ডেরও। এ ধরনের সমস্যায় ক্ষতি হলে সেটা পুষিয়ে নেয়ার জন্য গভর্নিং বডির বীমা করা আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।


আরো সংবাদ



premium cement