১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ফিরল আফগানিস্তান

তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে আফগানরা - ছবি : সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছে আফগানিস্তান। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে আফগানরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৫৩ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

আফগানিস্তানের হয়ে ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন রাসুলি। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি হাঁকানোর পথে ছয় চার ও এক ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ২৮ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ২১ বলে অপরাজিত ২৯ রান করেন গুলবাদিন নাইব।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৫ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। ২৬ বলে ২৭ রান করেন ওপেনার ব্রিয়ান বেনেট। ১০ বলে ১৩ রান করেন তাসিঙ্গা মুসেকিয়া। বাকিরা আটকে যান এক অংকে।

বল হাতে আফগানিস্তানের হয়ে তিনটি উইকেট শিকার করেন নাভিন উল হক ও রশিদ খান। জিম্বাবুয়ের হয়ে দু’টি করে উইকেট পান ত্রিভর গুয়ান্দু ও রায়ান বার্ল।


আরো সংবাদ



premium cement