১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিপরীত মেরুতে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ-লিটন দাস

- ছবি : নয়া দিগন্ত

২০২৩ বিশ্বকাপে দারুণ করার পরও বছরের শুরুতে হঠাৎ রব উঠে মাহমুদউল্লাহ রিয়াদকে ওয়ানডে দল থেকে বাদ দিতে। কেউ কেউ তো বলছিল তিনি খেলছেন সিনিয়র কোটাতে। অবশ্য এমন মন্তব্যের কারণও ছিল। সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো না তার।

বছরের প্রথম ওয়ানডেতে ৩৭ বলে ৩৭ রান করলেও পরের চার ম্যাচে ২০ বলে করেন ৬ রান। অবশেষে আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে এসে হুশ ফেরে তার। এরপর যা করছেন, তা চোখের সামনেই সবার।

আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছেও আক্ষেপ নিয়ে ফেরেন ৯৮ বলে ৯৮ করে। সেই ক্ষুধা যেন মেটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। দল ভালো না করলেও প্রতি ম্যাচেই হেসেছে তার ব্যাট। এসেছে রান।

সিরিজের তিন ম্যাচেই তিনটা ফিফটি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে ৪৪ বলে ঠিক ৫০ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ম্যাচে দলের প্রয়োজনে হাল ধরেন। ১১৫ রানে ৭ উইকেট হারানো দলকে দুই শ’ পার করেন ৯২ বলে ৬২ রানে।

তবে বৃহস্পতিবার আসল ঝড় তোলেন। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল যখন ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে, তখন সবচেয়ে বড় ইনিংসটাই খেলেন মাহমুদউল্লাহ। ৬৩ বলে করেন ৮৪* রান।

সব মিলিয়ে তিন ম্যাচের সিরিজে ১৯৬ গড়ে ৯৮ দশমিক ৪৯ স্ট্রাইকরেটে ১৯৬ রান করেছেন প্রায় ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ। যেন বুড়ো হাড়ের ভেল্কি দেখাচ্ছেন তিনি।

অন্যদিকে ব্যতিক্রম লিটন দাস। সর্বশেষ আফগানিস্তান সিরিজ যদিও চোটের কারণে খেলা হয়নি তার, তবে এ বছরে যতগুলো ওয়ানডে খেলেছেন, কোনোটাতেই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর!

এ বছর তিনি পাঁচটি ওয়ানডে খেলেছেন। যেখানে তিনটিতেই মেরেছেন ডাক। বাকি দুই ম্যাচে একটিতে ২ এবং আরেকটিতে করেছেন ৪ রান। ফলাফল স্বরূপ ২০২৪ সালটা লিটন দাস ভুলেই যেতে চাইবেন।

বছরের শুরুতে লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে টানা ডাক মেরে সিরিজের মাঝপথেই বাদ পড়েন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ২৬ বলে ৬ রান করলেও শেষ ম্যাচে ফের রানের খাতা খুলতে পারেননি। যা এ বছরে লিটনের তৃতীয় ডাক।

এটি ছিল লিটনের ক্যারিয়ারে ১৫তম ডাক। বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত এতো ডাক মারার রেকর্ড আর কারো নেই।

লিটনের খারাপ সময় চলছে অবশ্য বহু আগে থেকেই। ওয়ানডেতে সবশেষ দুই অঙ্কের রান করেছিলেন গত বছরের ১৭ ডিসেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষ ৭ ম্যাচে ৩৯ বলে সর্ব সাকুল্যেই করেছেন ১১ রান। আর সবশেষ ওয়ানডেতে ফিফটি তিনি পেয়েছিলেন ২০২৩ সালের ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে, বিশ্বকাপে।


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত

সকল