টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সেখানে নেই আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ডরা। তবুও বড় নামের কমতি নেই দলে, আছে চমকও।
তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই মুহূর্তে বাংলাদেশ দল আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে দু’দল। ১৬ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজকে সামনে রেখে দু’দিন আগে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ শুক্রবার তিন ম্যাচের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের দলে ফিরেছেন জনসন চার্লস, নতুন ডাক পেয়েছেন কেসি ক্যার্থি।
এদিকে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলার জন্য টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ওয়ানডে অধিনায়ক শাই হোপ ও শেরফান রাদারফোর্ড। একই কারণে তিন সিরিজের শেষ ম্যাচে খেলা হবে না আকিল হোসেনেরও। তার বদলে খেলবেন জেইডেন সিলস।
সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৬ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচ কিংসটাউনে বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা