১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধবলধোলাই এড়াতে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ

ধবলধোলাই এড়াতে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

শুরুর ধাক্কা সামলে দলকে পথ দেখান সৌম্য সরকার ও মেহেদী মিরাজ। এরপর খানিকটা ঝিমিয়ে এলেও হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ আর জাকের আলি। সুবাদে ধবলধোলাই এড়াতে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে সিরিজ হাতছাড়া হওয়ার পর তৃতীয় ও শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২১ রান তুলেছে টাইগাররা।

বুড়ো হারের ভেল্কি দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজে টানা তৃতীয় ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ বলে ৮৪* রান করে। ১১৭ বলে ১৫০* রানের জুটি গড়েন জাকের আলির সাথে। ফিফটি হয় আরো তিনটি।

এদিন ব্যাট করতে নেমে মাত্র ২.৪ ওভারে মাত্র ৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। যা ধবলধোলাই এড়াতে মাঠে নামা বাংলাদেশকে শুরুতেই চাপে ফেলে দেয়।রানের খাতাই খুলতে পারেননি তানজিদ তামিম ও লিটন দাস।

জোসেফের প্রথম শিকার হয়ে ফেরেন তানজিদ। প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাট করলেও আজ ফেরেন ৫ বলে ০ রানে। তিনে নেমে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি লিটন। প্রথম দুই ম্যাচে ২৬ বলে ৬ রান করলেও আজ ফেরেন ২ বলে ০ করে।

এরপর হাল ধরেন মেহেদী মিরাজ ও সৌম্য সরকার। মিরাজ শুরু থেকে সাবলীল থাকলেও সময় নেন সৌম্য। তবে সময়ের সাথে সাথে দু’জনেই হাত চালাতে থাকে। ৫৬ বলে সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন মিরাজ। খানিকটা বাদে ৫৮ বলে এই মাইলফলক স্পর্শ করেন সৌম্য।

দু’জনের জুটিতে আসে ১২৬ বলে ১৩৬ রান। জুটি ভেঙে ২৩.৩ ওভারে সৌম্য ফেরেন এলবিডব্লুর ফাঁদে। ৭৩ বলে ৭৩ রানে মোতির বলে আউট হন তিনি।

চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন হয় দ্রুত। রান আউট হয়ে ফেরেন মেহেদী মিরাজ। আউট হওয়ার আগে তিনি ফেরেন রাদারফোর্ডের সরাসরি থ্রোতে ৭৩ রানে ৭৭ রান করে। কোনো রান যোগ হওয়ার আগেই ফেরেন আফিফও। ২৯ বলে মাত্র ১৫ করেন তিনি।

যখন দ্রুত উইকেট হারিয়ে খানিকটা শঙ্কার মুখে দল, তখন আরো একবার দায়িত্ব কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে ৪৪ বলে ৫০*, দ্বিতীয় ম্যাচে ধসের মুখে ৯২ বলে ৬২ করার পর আজ রান তোলেন ঝড়ের গতিতে।

তার সাথে পাল্লা দেন জাকের আলিও। ওয়ানডে ক্রিকেটে নিজের মেইডেন ফিফটি তুলে নেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৫৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ৫ উইকেটে ৩২১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল