ধবলধোলাই এড়াতে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ২৩:২৩, আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০২
শুরুর ধাক্কা সামলে দলকে পথ দেখান সৌম্য সরকার ও মেহেদী মিরাজ। এরপর খানিকটা ঝিমিয়ে এলেও হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ আর জাকের আলি। সুবাদে ধবলধোলাই এড়াতে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে সিরিজ হাতছাড়া হওয়ার পর তৃতীয় ও শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২১ রান তুলেছে টাইগাররা।
বুড়ো হারের ভেল্কি দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজে টানা তৃতীয় ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ বলে ৮৪* রান করে। ১১৭ বলে ১৫০* রানের জুটি গড়েন জাকের আলির সাথে। ফিফটি হয় আরো তিনটি।
এদিন ব্যাট করতে নেমে মাত্র ২.৪ ওভারে মাত্র ৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। যা ধবলধোলাই এড়াতে মাঠে নামা বাংলাদেশকে শুরুতেই চাপে ফেলে দেয়।রানের খাতাই খুলতে পারেননি তানজিদ তামিম ও লিটন দাস।
জোসেফের প্রথম শিকার হয়ে ফেরেন তানজিদ। প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাট করলেও আজ ফেরেন ৫ বলে ০ রানে। তিনে নেমে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি লিটন। প্রথম দুই ম্যাচে ২৬ বলে ৬ রান করলেও আজ ফেরেন ২ বলে ০ করে।
এরপর হাল ধরেন মেহেদী মিরাজ ও সৌম্য সরকার। মিরাজ শুরু থেকে সাবলীল থাকলেও সময় নেন সৌম্য। তবে সময়ের সাথে সাথে দু’জনেই হাত চালাতে থাকে। ৫৬ বলে সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন মিরাজ। খানিকটা বাদে ৫৮ বলে এই মাইলফলক স্পর্শ করেন সৌম্য।
দু’জনের জুটিতে আসে ১২৬ বলে ১৩৬ রান। জুটি ভেঙে ২৩.৩ ওভারে সৌম্য ফেরেন এলবিডব্লুর ফাঁদে। ৭৩ বলে ৭৩ রানে মোতির বলে আউট হন তিনি।
চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন হয় দ্রুত। রান আউট হয়ে ফেরেন মেহেদী মিরাজ। আউট হওয়ার আগে তিনি ফেরেন রাদারফোর্ডের সরাসরি থ্রোতে ৭৩ রানে ৭৭ রান করে। কোনো রান যোগ হওয়ার আগেই ফেরেন আফিফও। ২৯ বলে মাত্র ১৫ করেন তিনি।
যখন দ্রুত উইকেট হারিয়ে খানিকটা শঙ্কার মুখে দল, তখন আরো একবার দায়িত্ব কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে ৪৪ বলে ৫০*, দ্বিতীয় ম্যাচে ধসের মুখে ৯২ বলে ৬২ করার পর আজ রান তোলেন ঝড়ের গতিতে।
তার সাথে পাল্লা দেন জাকের আলিও। ওয়ানডে ক্রিকেটে নিজের মেইডেন ফিফটি তুলে নেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৫৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ৫ উইকেটে ৩২১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা