১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিরাজ-সৌম্যের ফিফটি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

মিরাজ-সৌম্যের ফিফটি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

শুরুর ধাক্কা সামলে নিয়েছেন মেহেদী মিরাজ ও সৌম্য সরকার। দু’জনে মিলে টানছেন দলকে। পৌঁছে দিয়েছেন তিন অঙ্কের ঘরে। নিজেরাও পেয়েছেন ফিফটির দেখা। সব মিলিয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে টাইগাররা।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়ার পর তৃতীয় ও শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা। এই মুহূর্তে ২৩ ওভারে তুলেছে ১৩৯ রান।

জোসেফের প্রথম শিকার হয়ে ফেরেন তানজিদ। প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাট করলেও আজ ফেরেন ৫ বলে ০ রানে। তিনে নেমে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি লিটন দাস। প্রথম দুই ম্যাচে ২৬ বলে ৬ রান করলেও আজ ফেরেন ২ বলে ০ করে।

এরপর থেকেই ধীরে-সুস্থে ও দেখে-শুনে খেলতে থাকে বাংলাদেশ। সুবাদে গড়ে উঠেছে ১২৪ বলে ১৩০ রানের জুটি। ৫৬ বলে সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন মিরাজ। খানিক বাদে ৫৮ বলে এই মাইলফলক স্পর্শ করেন সৌম্য।

এই মুহূর্তে মিরাজ ব্যাট করছেন ৬৫ বলে ৭৪ ও সৌম্য মাঠে আছেন ৬৮ বলে ৫৯ রানে।


আরো সংবাদ



premium cement