১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লিটন ব্যর্থ, পথ দেখাচ্ছেন মিরাজ-সৌম্য

ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না লিটন দাস - ছবি : সংগৃহীত

ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৭ বলে ২ ও ১৯ বলে ৪ রান করলেও আজ রানের খাতাই খুলতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার। আলজারি জোসেফের শিকার হয়ে ফিরেছেন ২ বলে ০ রানে।

লিটন ফেরার এক বল আগে জোসেফের প্রথম শিকার হয়ে ফেরেন তানজিদ তামিম। প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাট করা এই তরুণও আজ রানের খাতা খুলতে পারেননি, ফেরেন ৫ বলে ০ রানে।

তামিম-লিটনের বিদায়ে ২.৪ ওভারে মাত্র ৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। যা হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামা বাংলাদেশকে শুরুতেই চাপে ফেলে দিয়েছে। যদিও চাপ আরো বাড়তো, যদি না সৌম্য সরকার প্রথম ওভারেও লাইফ পেতেন।

এই মুহূর্তে দলকে টানছেন মেহেদী মিরাজ ও সৌম্য সরকার। ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৯। মিরাজ ৪৬ বল খেলে করেছেন ৪২ রান, আছে ৫টি চার ও একটি ছক্কার মার। আর ৪৫ বল খেলে সৌম্য সরকার করেছেন ৩২ রান। এর মধ্যে আছে ৩টি চার ও একটি ছক্কা।


আরো সংবাদ



premium cement

সকল