১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

-

অনূর্ধ্ব-১৯ এশিয়ার কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দিবেন সুমাইয়া আকতার।

দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তিন ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা হলেন- অধিনায়ক সুমাইয়া, নিশিতা আকতার নিশি ও হাবিবা ইসলাম পিংকি।

গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ১৯ বছর বয়সী ব্যাটার সুমাইয়ার।

গত বছর পাকিস্তানের ওয়ানডে অভিষেক হয় ১৯ বছর বয়সী অফ-স্পিনার নিশির।

মে মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ১৫ বছর বয়সী পেসার হাবিবার।

ছয় দলকে নিয়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার ক্লাং শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে অন্য তিন দল ভারত, পাকিস্তান ও নেপাল।

১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। পরের দিন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের সেরা দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে লড়বে।

এই টুর্নামেন্টে খেলতে শুক্রবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
সুমাইয়া আকতার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা: ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়ারিয়া ফেরদৌস, ফারিয়া আকতার, ফারজানা ইয়াসমিন, আনিসা আকতার সেবা, সুমাইয়া আকতার সুবর্ণা, নিশিতা আকতার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আকতার, মেহেরুন নেসা।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল