০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

-

অনূর্ধ্ব-১৯ এশিয়ার কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দিবেন সুমাইয়া আকতার।

দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তিন ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা হলেন- অধিনায়ক সুমাইয়া, নিশিতা আকতার নিশি ও হাবিবা ইসলাম পিংকি।

গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ১৯ বছর বয়সী ব্যাটার সুমাইয়ার।

গত বছর পাকিস্তানের ওয়ানডে অভিষেক হয় ১৯ বছর বয়সী অফ-স্পিনার নিশির।

মে মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ১৫ বছর বয়সী পেসার হাবিবার।

ছয় দলকে নিয়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার ক্লাং শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে অন্য তিন দল ভারত, পাকিস্তান ও নেপাল।

১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। পরের দিন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের সেরা দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে লড়বে।

এই টুর্নামেন্টে খেলতে শুক্রবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
সুমাইয়া আকতার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা: ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়ারিয়া ফেরদৌস, ফারিয়া আকতার, ফারজানা ইয়াসমিন, আনিসা আকতার সেবা, সুমাইয়া আকতার সুবর্ণা, নিশিতা আকতার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আকতার, মেহেরুন নেসা।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সকল