১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

প্রথম দু’ম্যাচ হেরে সিরিজ আগেই হারিয়েছে বাংলাদেশ। এখন দেখা দিয়েছে ধবলধোলাইয়ের শঙ্কা। শান্তনার একটা জয়ে সেই লজ্জা এড়াতে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মুখোমুখি দু’দল। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই বাংলাদেশের জন্য নতুন কিছু না হলেও বিগত ১০ বছরে তা ঘটেনি। শেষ ১০ বছরে অবশ্য টাইগাররা কখনো ক্যারিবীয়দের কাছে সিরিজও হারেনি। এবার সিরিজ হাতছাড়া হলেও ধবলধোলাই এড়ানোই লক্ষ্য টাইগারদের।

ধবলধোলাই এড়াতে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে মেহেদী মিরাজ বাহিনী। বাদ পড়েছেন গত ম্যাচে খেলা তিন পেসারই। নাহিদ রানা, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম নেই একাদশে। এসেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।


আরো সংবাদ



premium cement