১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জিসানের দুর্দান্ত শতক, জেতাতে পারেননি দলকে

জিসান আলম - ছবি - ইন্টারনেট

সিলেটে ঝড় তুললেন জিসান আলম। জাতীয় লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই কেড়ে নিলেন নজর। ঢাকার বিপক্ষে রেকর্ড গড়া এক শতক তুলেছেন সিলেটের এই ওপেনার। যেখানে আছে টানা পাঁচ ছক্কাসহ ১০ ছক্কার মার।

বুধবার থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। প্রায় ১৪ বছর পর ফেরা এই আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট ও ঢাকা বিভাগ।

টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক সাইফ হাসান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সিলেট। ৫ দশমিক ১ ওভারে উদ্বোধনী জুটিতে জিসান ও তৌফিক খান তুষার যোগ করেন ৪৯ রান।

১৭ বলে ২৯ রান করে নাজমুল অপুর শিকার হন তুষার। এরপর অমিত হাসানকে নিয়ে ৯৫ রানের দারুণ একটি জুটি গড়েন জিসান। ২৫ বলে ২৬ রানে ফেরেন অমিত। অন্যদিকে ৩৯ বলে করেন ফিফটি তুলে নেন জিসান।

তবে আসল ঘটনা ঘটে ১৪তম ওভারে। আরাফাত সানি জুনিয়রকে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে এক ওভারে ৩২ রান নিয়ে পৌঁছে যান সেঞ্চুরির দারপ্রান্তে। ১৭তম ওভারের প্রথম বলে জিসান সিঙ্গেল নিয়ে ৫২ বলে সেঞ্চুরি তুলে নেন।

যা বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ৫২ বলে সেঞ্চুরি আছে নাজমুল হোসেন শান্তর। দুইয়ে থাকা তামিম ইকবাল ৪৮ ও শীর্ষে থাকা পারভেজ ইমন শতক হাঁকান ৪২ বলে। ৫২ বলে শতক করতে জিসান হাঁকান ১০টি ছক্কা।

শেষ দিকে ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মাহফুজুর রহমান রাব্বি। সিলেটের স্কোরে জমা হয় ৪ উইকেটে ২০৫ রান। ২২ রান দিয়ে দু’টি উইকেট নেন অপু।

দুই শতাধিক রান তুলেও অবশ্য জিততে পারেনি সিলেট। ঢাকার সাথে পেরে উঠেনি তারা। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শেষ বলে এসেছে ফল, ৬ উইকেটের জয় পেয়েছে ঢাকা বিভাগ। বিফলে গেছে জিসানের শতক।

শতক না পেলেও খুব কাছে পৌঁছে গিয়েছিলেন ঢাকার আরিফুল ইসলাম। ৪৬ বলে ৯৪ রান করে আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। তাছাড়া ঢাকাকে জেতাতে মাইদুল অঙ্কন ২৩ বলে ৩০* ও শুভাগত হোম করেন ১৮ বলে ৩১* রান। ২৭ রান করেন আরাফাত সানি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী জেলে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

সকল