১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্যর্থতা মেনে নিলেন মেহেদী মিরাজ

- ছবি : সংগৃহীত

যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে হারেনি বাংলাদেশ, সেই তাদের বিপক্ষে একদিনের ব্যবধানে দ্বিতীয়বার হারলো টাইগাররা।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হার ৭ উইকেটে। তাতে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অপরাজেয় যাত্রা। ক্যারিবীয়দের কাছে ১০ বছর পর ওয়ানডে সিরিজ হাতছাড়া করলো টাইগাররা। ২০১৪ সালে যা ঘটেছিল শেষবার।

হারার আগেই অবশ্য হার নিশ্চিত হয়ে যায় গতকাল। ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। ৪৫ দশমিক ৫ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায়। জবাবে ১৩ ওভার ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে সিরিজের প্রথম টেস্টেও হেরেছিল বাংলাদেশ। ২৯৪ রান তুলেও হেরেছিল ৫ উইকেটে। তবে ওই দিন হারলেও বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ ভালো। কিন্তু গেল রাতে যেন সব ঘটলো উল্টো করে। মাত্র ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

যদিও শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ আর তানজিম সাকিবের কল্যাণে দুই শ’ পেরোয়। তবে রান প্রসবা সেন্ট কিটসে এ রান মোটেও যথেষ্ট ছিল না। যা মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়কও। প্রকাশ্যেই দিয়েছেন ব্যাটারদের দায়।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই।’

শুরুতে দ্রুত উইকেট হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল বলেও মনে করেন মিরাজ। জয়ের জন্য অন্তত তিন শ’ রান প্রয়োজন ছিল মনে করেন।

তিনি বলেন ‘সিলসরা ভালোই বল করছিল। আমরা শুরুতে রান ওঠাতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’


আরো সংবাদ



premium cement