০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

পাকিস্তান টেস্ট দলে ফিরলেন বাবর, নাসিম

বাবর আজম ও নাসিম শাহ - ছবি : সংগৃহীত

ডিসেম্বর ও জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পরাজয়ের পরই আফ্রিদিকে ছেড়ে দেয় পাকিস্তান। যদিও সাদা বলের স্কোয়াডে তিনি এখনো আছেন। প্রথম টেস্টের পর আফ্রিদির সাথে বাদ পড়া বাবর আজম ও নাসিম শাহ আবারো টেস্ট স্কোয়াডে ফিরেছেন।

আফ্রিদি শুধুমাত্র টেস্ট দল থেকেই বাদ পড়েছেন বলে পিসিবি নিশ্চিত করেছেন। আগেও আফ্রিদির কাছে টেস্ট ফর্মেট ক্যারিয়ারের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর এ কারণেই বিষয়টি হয়তো এখন স্থায়ী হয়ে যাচ্ছে। অক্টোবরে টেস্ট স্কোয়াড থেকে বাড় পড়ার পর অনেকেই মনে করেছিল পেস বোলিং সহায়ক দক্ষিণ আফ্রিকা সিরিজে হয়তো তিনি ফিরতে পারেন। পাঁচ বছর আগে এখানে তিনি দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলেছিলেন।

২০২২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়া আফ্রিদি ফিরে এসে এ পর্যন্ত ছয় টেস্টে ছয় ম্যাচে ৪৫.৪৭ গড়ে ১৭ উইকেট নিয়েছেন। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম টেস্ট সিরিজে দলে ফেরার পর ধরেই নেয়া হয়েছিল টেস্ট দলে তার জায়গা হয়তো স্থায়ী হয়েছে। ঘরের মাঠে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত আর কোন টেস্ট সিরিজ নেই পাকিস্তানের।

২০২১ সালে সর্বশেষ টেস্ট খেলা সীমার মোহাম্মদ আব্বাসও দলে ফিরেছেন। ২০১৮-১৯ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর করা একমাত্র ফাস্ট বোলার হিসেবে আব্বাস এবারের দলে জায়গা করে নিয়েছেন।

মৌসুমের শুরুতে টেস্ট স্পিনার হিসেবে সকলের নজড়ে আসা আবরার আহমেদকেও আসন্ন সিরিজের দল থেকে বাদ দেয়া হয়েছে।

আগস্টে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে ইনজুরিতে পড়া খুররম শাহজাদ দলে ফিরেছেন। পাঁজরে চোট পাওয়া শাহজাদের ইনজুরি প্রাথমিক ভাবে ততটা গুরুতর মনে না হলেও পরবর্তী সময়ে পুরো ইংল্যান্ড সিরিজ থেকেই তিনি বাদ পড়েন। অক্টোবরের শেষে তিনি পুনরায় ম্যাচে ফিরেছেন। কায়েদ-ই-আজম ট্রফিতে নিয়েছেন ১৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকা সিরিজে একমাত্র স্বীকৃত ফাস্ট বোলার হিসেবে রয়েছেন নাসিম। যদিও আমের জামাল, শাহজাদ, আব্বাস ও মির হামজাও দলে রয়েছেন।

আগামী ১০-২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ও ৭ জানুয়ারি কেপ টাউনে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান স্কোয়াড
টেস্ট : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ (উইকেট-রক্ষক), কামরান গুলাম, খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), নাসিম শাহ, নোমান আলি, সিয়াম আইয়ুব, সালমান আলি আগা।

ওয়ানডে : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদী, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উমসান খান (উইকেট-রক্ষক)

টি-২০ : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান (উইকেট-রক্ষক)।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন ইউক্রেন যুদ্ধে শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া : ন্যাটো প্রধান দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থল ধসে ১৩ জন নিখোঁজ হামলা সত্ত্বেও ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি ‘বহাল’ : ব্লিংকেন আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি ভৈরবে গ্রেফতার যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় বিমা কোম্পানির প্রধান গুলিতে নিহত অনাস্থা ভোটে ফ্রান্স সরকারের পতন ম্যানসিটির দারুণ প্রত্যাবর্তন, আটকে গেল লিভারপুল আবারো রিয়াল মাদ্রিদের হার, এমবাপ্পের পেনাল্টি মিস আজ থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবে পর্যটকরা

সকল