অবিস্মরণীয় জয়ের পর যা বললেন মেহেদী মিরাজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩১
মেহেদী মিরাজে ভর করে যেন সাকিব আল হাসানই ফিরে এলেন। ফিরে এলো ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফর। ওই সময় যেমন নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মর্তুজার অনুপস্থিতিতে হঠাৎ নেতৃত্ব পেয়েই বাজিমাত করেন সাকিব।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দেন টেস্ট হারের স্বাদ। দুই ম্যাচের দু’টি জিতেই নিশ্চিত করেন সিরিজ। যা এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রথম কোনো টেস্ট সিরিজ জয়ের ঘটনা।
সেই ঘটনার পেরিয়ে গেছে ১৫ বছর। এই সময়ের মাঝে ওয়েস্ট ইন্ডিজে আর কোনো টেস্ট জেতা হয়নি টাইগারদের। অবশেষে বুধবার আবারো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনো টেস্ট জিতল টাইগাররা। জ্যামাইকায় স্বাগতিকদের হারিয়েছে ১০১ রানে।
এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। তবে কাকতালীয় হলেও সত্য, মেহেদী মিরাজও দলটার নিয়মিত অধিনায়ক নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়ায় দায়িত্ব বর্তায় তার কাঁধে। এরপর যা হলো, তা হয়তো ইতিহাস বলে।
অর্জনটাকে বেশ বড় করেই দেখছেন মেহেদী মিরাজ। ম্যাচ শেষে স্যাবাইনা পার্কে বসে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি। এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।’
এই ম্যাচে হঠাৎ করেই রঙ বদলায় বাংলাদেশ। হয়ে উঠে আক্রমণাত্মক। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের চমকে দিয়ে রান তুলতে থাকে ওয়ানডে গতিতে। যা মূলত বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে দেয়। এ নিয়ে জানতে চাওয়া হলে মিরাজ বলেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি যে এই উইকেটে ইতিবাচক চিন্তা ছাড়া খেললে অনেক কঠিন হবে। যেহেতু আমরা লিড পেয়েছি ১৮ রানের, এখানে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা ২৫০ রান করতে পারি, আমাদের জন্য ম্যাচটা জেতা সহজ হবে। বার্তাটা এই ছিল যে খেলোয়াড়েরা ইতিবাচক খেলবে।’
এই ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল বোলারদের। প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রান তোলার পরও নাহিদ রানার কল্যাণে ১৮ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিতে ভূমিকা রাখেন বোলাররা। তাইজুল নেন ৫ উইকেট।
এই নিয়ে প্রশংসার ফুলঝুরি ছুটান মেহেদী মিরাজ। তিনি বলেন, ‘খেলোয়াড়েরা খুব ভালো বোলিং করেছে। প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন ও হাসান মাহমুদ যেমন, দ্বিতীয় ইনিংসে তাইজুলও পেয়েছে ৫ উইকেট।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা