০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

জিম্বাবুয়েকে লজ্জায় ডুবাল পাকিস্তান, মুকিমের রেকর্ড

সুফিয়ান মুকিম - সংগৃহীত

অবিশ্বাস্য ব্যাটিং ধসে লজ্জায় ডুবল জিম্বাবুয়ে। মাত্র ২০ রানে ১০ উইকেট হারিয়ে গুটিয়ে গেছে মাত্র ৫৭ রানে। যা ১০ উইকেট হাতে রেখেই পাড়ি দিয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রথম সবগুলো উইকেট হাতে রেখে জিতল তারা।

বুলাওয়ায়োতে মঙ্গলবার ইতিহাস জন্ম দেন সুফিয়ান মুকিম। মাত্র ১৬ বল করে শিকার করেন ৫ উইকেট, রান দিয়েছেন মোটে ৩। তার বোলিং বিশ্লেষণ ২.৪-০-৩-৫! যা পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং রেকর্ড।

আগের রেকর্ডটি ছিল উমর গুলের। সাবেক এই পেসার ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন দু’দফায়। এবার তার কাছ থেকে এই রেকর্ড কেড়ে নিয়েছেন মুকিম। শুধু তাই নয়, আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মাঝেও মুকিমের চেয়ে কম রানে ৫ উইকেট নিতে পারেননি আর কেউ।

মাস দেড়েক আগে টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড ৩৪৪ রান জিম্বাবুয়ে করেছিল গাম্বিয়ার বিপক্ষে। সেই জিম্বাবুয়ে দেখল এবার মুদ্রার উল্টা পিঠ। এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৫৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।

অথচ জিম্বাবুয়ের শুরুটা ছিল দারুণ। প্রথম চার ওভারে বিনা উইকেটে ৩৭ রান তোলে তারা। এরপরই ঘটে অদ্ভুতুড়ে ঘটনা, ১২.৪ ওভারেই থামে পাকিস্তান। মুকিম ছাড়াও আব্বাস আফ্রিদি মাত্র ২ রানে নেন ২ উইকেট।

জবাবে পাকিস্তান লক্ষ্য ছুঁয়ে ফেলে ৮৭ বল হাতে রেখে। এই সংস্করণে রান তাড়ায় প্রথমবার ৫০-এর বেশি বল হাতে রেখে জিতল তারা। ৬ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৩৬ রান করেন সাইম। ২ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২২ রান করেন ইউসুফ।

তিন ম্যাচ সিরিজে টানা দ্বিতীয় জয়ে ইতোমধ্যে সিরিজও জিতে নিয়েছে পাকিস্তান। একই মাঠে আগামী বৃহস্পতিবার হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।


আরো সংবাদ



premium cement