০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

চূড়ান্ত বিজয় হলো না বাংলাদেশের

পাকিস্তানের কাছে শিরোপা হাতছাড়া বাংলাদেশের - সংগৃহীত

এক যুগ পেরিয়ে গেলেও ২০১২ এশিয়া কাপের ফাইনালে হারের ক্ষত এখনো শুকায়নি। পাকিস্তানের কাছে ২ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। ওই হারের ক্ষত এবার আরো বেড়ে গেল, এবার বিশ্বকাপ হাতছাড়া হলো পাকিস্তানের কাছে।

তবে সাধারণ বিশ্বকাপ নয়, এই আসর ছিল দৃষ্টিহীনদের। দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মঙ্গলবার পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। তাতে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো টাইগারদের।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৯ রান করেছিল বাংলাদেশ। জবাবে দুই ওপেনারের তাণ্ডবে স্বাগতিক পাকিস্তান মাত্র ১১.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।

ফাইনালের আগ পর্যন্ত অপরাজেয় ছিল বাংলাদেশ দল। নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা- টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে তারা। পরশু সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে ওঠে ফাইনালে।

কিন্তু ফাইনালে আর পেরে উঠল না। পাকিস্তানের কাছে ধরাশায়ী হলো তারা। তাতে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হলো বাংলাদেশ। গত আসরে ভারতের কাছে হেরেছিল বিশেষ এই টাইগাররা।

ফাইনাল ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। এছাড়া সালমান ৩১ ও আশিকুর ২২ রান করেন। ২ উইকেট নিয়ে ফাইনালে পাকিস্তানের সেরা বোলার বাবর আলী।

১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার নিসার ও তানজিল বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরাতে থাকেন। নিসার ৭২ ও তানজিল ৪৭ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement
তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে

সকল