০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বাংলাদেশের বিপক্ষে খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা - ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সম্ভাব্য সেরা শক্তির দল নিয়েই টাইগারদের মোকাবেলা করতে প্রস্তুত তারা। দলে আছে চমকও।

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই মুহূর্তে বাংলাদেশ দল আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটায় খেলছে দুই দল। ৮ ডিসেম্বর শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সিরিজকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক দিন পর আজ (সোমবার) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজের দল থেকে ক্যারিবীয় স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে দুটি। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভালো পারফর্ম করায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। গ্রিভস অবশ্য এর আগেও খেলেছেন ওয়ানডে। তবে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আমির জাঙ্গু।

ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন ব্রেন্ডন কিং। তাদের নেতৃত্বে সেন্ট কিটসে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। পরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজ দল :
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।


আরো সংবাদ



premium cement