জ্যামাইকায় অবিশ্বাস্য লিড বাংলাদেশের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:১৬
জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। অবিশ্বাস্যভাবে তুলে নিয়েছে লিড। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ রানা। তার বিধ্বংসী গতিতে পুড়েছে ক্যারিবীয়রা। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছেন এই পেসার।
মাত্র ১৬৪ রানের পুঁজি নিয়েও ২৮ রান আগেই গুটিয়ে দিয়েছে ক্যারিবীয়দের। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমেছে ১৩৬ রানেই। নাহিদ রানার সাথে জোড়া উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। একটা করে উইকেট পেয়েছেন তাইজুল, মিরাজ, তাসকিন।
১ উইকেটে ৭০ রান নিয়ে যখন দ্বিতীয় দিন শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ, তখন প্রথম ইনিংসেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে এখন যে অবস্থা তাতে উল্টো লিড নিতে পারে বাংলাদেশই।
মূলত নাহিদ রানার পেসেই পুড়েছে স্বাগতিকেরা। বিধ্বংসী গতিতে একের পর আঘাত এনেছেন তিনি। আগের দিন মিকাইল লুইসকে ফেরানো নাহিদ এদিন ব্রাথওয়েটকে ফিরিয়ে শুরু করেন তাণ্ডব। ক্যারিবীয় অধিনায়ক ফেরেন ১২৯ বলে ৩৯ রান করে। ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। এরপর ১০০ পর্যন্ত যেতেই হারায় আরো দুই উইকেট।
কাভেম হজকে (৩) নাহিদ রানা ও অ্যালিক আথানেজকে (২) ফেরান তাসকিন আহমেদ। এরপরও আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১০৫ রানের মাথায় জাস্টিন গ্রিভসকে ২ রানে ফেরান তাইজুল। তবে কেসি কার্থি তখনো ব্যাট করছিলেন।
কার্থিকে ফেরান হাসান মাহমুদ। ১১৫ বলে ৪০ রানে আউট হন তিনি। এর আগে অবশ্য জশুয়া ডি সিলভাকেও ফেরান হাসান। এরপর আলজারি জোসেফকে (৭) নাহিদ রানা ফেরালে ১২৩ রানে ৮ উইকেট হারায় তারা।
সেখান থেকে ১৩৪ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতি থেকে ফিরে আর দাঁড়াতেই পারেনি স্বাগতিকেরা। মেহেদী মিরাজ শামার জোসেফকে ৬ রানে ফেরানোর পর শেষ উইকেট হিসেনে কেমার রোচকে (৭) ফিরিয়ে ৫ উইকেট স্পর্শ করেন রানা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা